ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘কুসিক নির্বাচন ইসির জন্য কঠিন পরীক্ষা’

প্রকাশিত: ০৫:২৯, ১৯ মার্চ ২০১৭

‘কুসিক নির্বাচন  ইসির জন্য  কঠিন পরীক্ষা’

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৮ মাচ ॥ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নবগঠিত ইসির জন্য কঠিন পরীক্ষা। এ নির্বাচনে প্রশাসন এবং আইনশৃঙ্খলাবাহিনীর কারও দায়িত্বে অবহেলা বা শৈথিল্য বরদাশত করা হবে না। এক্ষেত্রে গাফিলতি হলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। তিনি বলেন, এ নির্বাচন আমাদের জন্য একটি কঠিন পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শনিবার দুপুরে কুমিল্লা টাউনহল মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন ম-ল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিজিবি-কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান, ডিজিএফআইয়ের অধিনায়ক আ ফ ম আতিকুর রহমান, কুমিল্লার র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর মোঃ মোস্তফা কায়জার, কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া ও সদর দক্ষিণ মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু, জেএসডি মনোনীত প্রার্থী শিরিন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী মেজর (অব) মামুনুর রশীদ। বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে ধনাইতরী এলাকায় গণসংযোগ শেষে ফেরার পর সদর দক্ষিণ থানা পুলিশ মামলায় জামিনে থাকা কুদ্দুস নামে আমার এক কর্মীকে গ্রেফতার করে পুরনো মামলা দেখিয়ে আদালতে প্রেরণ করেছে। এছাড়া আমার কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের গ্রেফতার বন্ধে নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করেন। একই অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা নির্বাচনের দিন কেন্দ্রের আশপাশে যেন বহিরাগতরা না থাকে এবং সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য তিনি কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিকট দাবি জানান। প্রার্থীদের গণসংযোগ ॥ প্রার্থীদের বিরামহীন প্রচারণা চলছেই। শনিবার দুপুরের পর গণসংযোগ করেছেন মেয়র প্রার্থীসহ আওয়ামী লীগ-বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নগরীর ধর্মসাগর পাড়, স্টেশন ক্লাব, ফৌজদারি মোড়, মোগলটুলী এলাকায় গণসংযোগ করেন। এছাড়াও নগরীর ভাটপাড়া এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, আওয়ামী লীগের নেতা সাজ্জাদ হোসেন স্বপনসহ একদল কেন্দ্রীয় ও স্থানীয় নেতা আঞ্জুম সুলতানা সীমার পক্ষে গণসংযোগ করেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু শনিবার নগরীর ২০ নং ওয়ার্ডের কাজীপাড়া, উনাইসার ও দিশাবন্দ এলাকায় গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা ছিদ্দিকুর রহমান, মাহবুব চৌধুরী, মুজাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা সাজ্জাদুল কবীর সাজ্জাদ, ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।
×