ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় সন্তানের গতিবিধি নজরে রাখুন ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৯, ১৯ মার্চ ২০১৭

সন্ত্রাস ও জঙ্গীবাদ  মোকাবেলায় সন্তানের গতিবিধি নজরে রাখুন ॥  পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় নিজ সন্তানের গতিবিধি নজরে রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি। তিনি বলেছেন, গোটা বিশ্বে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের যে কালো ছায়া তার কিছুটা বাংলাদেশেও পড়তে শুরু করেছে। জননেত্রী শেখ হাসিনার কঠিন সিদ্ধান্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টির কারণে আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। কিন্তু সমূলে উৎপাটন করতে হলে আপনাদের সকলকে অংশগ্রহণ করতে হবে। শাহ্রিয়ার আলম বলেন, আপনার সন্তান যাতে সুস্থ-সুন্দর নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এজন্য তার খবর রাখতে হবে। তাদের মধ্যে অনিয়ন্ত্রিত ও সন্দেহজনক কিছু পেলে আপনার সন্তানের স্বার্থেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তাদের গতিবিধি নজরে রাখুন যাতে জঙ্গীবাদের মতো ভয়াবহ কাজের সঙ্গে জড়িয়ে না পড়ে। শনিবার সকালে রাজশাহী মহানগরীর মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের রজতজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম-উল আযীম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক শামসুদ্দীন ইলিয়াস, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক আ ন ম সালেহের ছেলে কাজী সালেহীন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাৎ। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা একটা ঝুঁকির মধ্যে আছি। যারা জঙ্গীবাদকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, রাজশাহী শহরে বাংলাভাইকে স্থান দিয়েছেন তারাও হয়তো বুঝতে পারেননি জঙ্গীবাদ কতটা ভয়াবহ আকার ধারণ করবে। শুধু র‌্যাব ও পুলিশ বাহিনী দিয়ে সরকার জঙ্গীবাদ দমনে সফলতা অর্জন করতে পারবে না। সমাজের শিক্ষক, প্রিন্সিপাল, ইমাম, পুরোহিত থেকে শুরু করে মা-বাবা সকলের অংশগ্রহণই পারে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদমুক্ত দেশ গড়তে। রজতজয়ন্তী উৎসবের শুরুতে বেলা পৌনে ১১টায় অতিথিরা জাতীয় ও কলেজের পতাকা উত্তোলন করেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।
×