ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অল্পের জন্য রক্ষা পেলেন ধোনি

প্রকাশিত: ০৫:০৯, ১৯ মার্চ ২০১৭

অল্পের জন্য রক্ষা পেলেন  ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ বিজয় হাজারে ট্রফি খেলতে দিল্লী এসে বড় রকমের দুর্ঘটনাতেই পড়তে যাচিছলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্থানীয় যে হোটেলে উঠেছেন, শুক্রবার সকালে সেখানে আগুন লাগে। ওই সময় ধোনির দল বাংলার সঙ্গে ম্যাচ খেলতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আগুন লাগার খবর ছড়িয়ে পড়া মাত্র তড়িঘড়ি কর হোটেলে থাকা লোকজনকে বের করে আনা হয়। ধোনি ও তার সতীর্থদেরও নিরাপদে বের করে আনা হয়। দমকল বাহিনীর ৩০টি ইঞ্জিন দেড়ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, এ থেকেই বোঝা যায় দুর্ঘটনা নেহায়েত ছোট ছিল না। সেদিন বাংলার সঙ্গে বিজয় হাজারে ট্রফির সেমিতে নামার কথা ছিল ধোনির ঝাড়খ-ের। ওই ঘটনার জন্য ম্যাচটি স্থগিত করে দেয়া হয়েছে। তড়িঘড়ি করে হোটেল থেকে বেরোতে পারলেও ক্রিকেটারদের ব্যাট-জার্সি, সরঞ্জমাদি পুড়ে ছাই হয়ে গেছে। উল্লেখ্য, সকল ভার্সনের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়া ধোনি এখন কেবল সাধারণ সদস্য হিসেবে ওয়ানডে ও টি২০ খেলছেন। ধারণা করা হচ্ছে ইংল্যান্ডে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পরই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত জানা যাবে। সে পর্যন্ত ফর্ম ও ফিটনেস ধরে রাখতে ঘরোয়া ক্রিকেটে খেলছেন দেশকে দু’দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক।
×