ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ন্যুক্যাম্পে মেসি নেইমারদের প্রতিপক্ষ আজ ভ্যালেন্সিয়া

জয়ে ফেরার মিশন বার্সিলোনার

প্রকাশিত: ০৫:০৯, ১৯ মার্চ ২০১৭

জয়ে ফেরার মিশন বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ লা লিগায় চলতি মৌসুমের শুরুতে কিছুটা নিষ্প্রভ ছিল বার্সিলোনা। তবে শুরুর সেই ধাক্কা সামলে দুর্দান্ত গতিতে ছুটছিল কাতালানরা। কিন্তু লীগে নিজেদের শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনার কাছে ২-১ গোলে হেরে যায় লুইস এনরিকের দল। সেইসঙ্গে লীগ টেবিলের শীর্ষস্থানও হারিয়ে ফেলে বার্সিলোনা। জয়ে ফেরার লক্ষ্য নিয়ে লা লিগায় আবারও মাঠে নামছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। ন্যুক্যাম্পে মেসি নেইমারদের প্রতিপক্ষ আজ ভ্যালেন্সিয়া। কাতালানরা এই মুহূর্তে লীগ টেবিলের দুইয়ে থাকলেও শীর্ষ দশে জায়গা নেই ভ্যালেন্সিয়ার। ২৭ ম্যাচ থেকে মাত্র আটটিতে জয় পাওয়া এই দলটির অবস্থান এখন ১৩। তাদের সংগ্রহে ৩০ পয়েন্ট। তাই ন্যুক্যাম্পে নিজেদের সমর্থকদের সামনে স্বাভাবিকভাবেই জ্বলে উঠতে চাইবে লুইস এনরিকের দল। অতীত পরিসংখ্যানও কথা বলছে কাতালানদের পক্ষে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলা লীগের শেষ ১৯ ম্যাচে বার্সার হার মাত্র দুটিতে। তবে এই দুটিই আবার ন্যুক্যাম্পে। কাতালানভক্তদের জন্য অবশ্য এই তথ্যটাই যত ভয়। এই ম্যাচে বার্সার তিন অস্ত্র মেসি-নেইমার-সুয়ারেজকেই দেখা যাবে আক্রমণভাগে। বার্সা-ভ্যালেন্সিয়া ছাড়াও দিনের অন্যান্য ম্যাচে লেগানেস মালাগার, এ্যাটলেটিকো মাদ্রিদ সেভিয়ার, দেপোর্তিভো লা করুনা সেল্টা ভিগোর এবং স্পোর্টিং গিজন মুখোমুখি হবে গ্রানাডার। শনিবার এ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল লীগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। কোচ হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে অসাধারণ সূচনা করেছেন জিনেদিন জিদান। গত বছর তার অধীনেই যে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, সুপার কাপ এবং সবশেষে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পায় স্পেনের জায়ান্ট ক্লাবটি। জিদানের লক্ষ্য এবার লা লিগার শিরোপাটাকেও উঁচিয়ে ধরা। এ প্রসঙ্গে ফরাসী কোচ বলেন, ‘আমরা এটা (লা লিগা) জিততে চাই।’ ২০১১-১২ মৌসুমে সর্বশেষ লা লিগার চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। এরপর আর নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি তারা। যদিওবা শিরোপার দৌড়ে সবসময়ই ছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে এবার একটু বেশিই এগিয়ে রয়েছেন বেল-রোনাল্ডো-রামোসরা। রিয়াল মাদ্রিদের ফরাসী কোচ জিদানও মনে করেন লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই দলটাও দুর্দান্ত। শিরোপা জয়ের জন্য সবধরণের চেষ্টাই করছেন তারা। এ বিষয়ে জিদান বলেন, ‘শেষ পর্যন্ত কি হয় তা আপনি কখনই বলতে পারবেন না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করা। আমরা ঠিক তাই করছি। আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রমের ফলে সবকিছুই অর্জন করা সম্ভব। তাছাড়া আমাদের দলটাও দারুণ। যোগ্যতাসম্পন্ন খেলোয়াড়ের ছড়াছড়ি। কঠোর পরিশ্রম করলে যে কোন কিছুই অর্জন করা সম্ভব, অন্যথায় তা অসম্ভব। আমরা এখানে কঠোর পরিশ্রম করে জয়ের জন্যই এসেছি।’ শনিবার পর্যন্ত লা লিগায় শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৬২। দুইয়ে থাকা বার্সার চেয়েও দুই পয়েন্ট বেশি। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে একটি ম্যাচ কমও খেলেছে তারা। এ্যাথলেটিক বিলবাওকে হারালে পয়েন্ট ব্যবধানটা বেড়ে হয়তো দাঁড়িয়েছে পাঁচে। তবে জিদান অবশ্য এবার শিরোপার লড়াইয়ে বেশ কয়েকটি দলকেই এগিয়ে রাখছেন। এ বিষয়ে তিনি জানান, এবারের লা লিগার শিরোপার লড়াইটা অন্যবারের চেয়ে যেন একটু বেশিই কঠিন মনে হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘স্পেনের লা লিগা সবসময়ই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এবার যেন তারচেয়েও একটু বেশি। এবার দুই কিংবা তিনটি দল নয়। বরং অন্যদলগুলো আপনাকে জটিলতার মধ্যে ফেলে দিতে পারে।’ তবে এখন পর্যন্ত শিষ্যদের পারফর্মেন্স এবং রিয়ালের যে অবস্থান তাতে সন্তুষ্ট জিদান। এ প্রসঙ্গে এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লড়াইয়ে নামার আগে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা যা করেছি তাতে খুবই সন্তুষ্ট। এই মুহূর্তে আমরা লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো মৌসুমের শেষটা। যা আপনার সবকিছুই নির্ধারিত করে দিবে। তা ভুলে গেলে কখনই চলবে না।’ খেলোয়াড় হিসেবে রিয়ালের জার্সিতে অসাধারণ সব কীর্তি রয়েছে জিদানের। এবার নতুন এক মাইলফলকের সামনে এই ফরাসী কোচ। প্রথম দল হিসেবে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা নিজেদের করে রাখার সুযোগ। তবে সেক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বেয়ার্ন মিউনিখ। শুক্রবার হয়ে যাওয়া ড্রয়ের সৌজন্যে কোয়ার্টার ফাইনালে যে এবার জার্মান ক্লাবটিকেই পেল রিয়াল মাদ্রিদ।
×