ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুখোমুখি বেয়ার্ন-রিয়াল, জুভেন্টাস-বার্সা

প্রকাশিত: ০৪:০৯, ১৮ মার্চ ২০১৭

মুখোমুখি বেয়ার্ন-রিয়াল, জুভেন্টাস-বার্সা

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালেই জম্মেশ লড়াই দেখার সুযোগ মিলেছে ফুটবলপ্রেমীদের। শুক্রবার উয়েফার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের নিওনে শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে সেমিফাইনালের টিকেট পেতে জুভেন্টাসের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বার্সিলোনাকে। আর বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে লড়তে হবে জার্মান পরাশক্তি টানা চারবারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের বিপক্ষে। বাকি দুটি ম্যাচের মধ্যে এ্যাটলেটিকো মাদ্রিদের সামনে পড়েছে ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগে ধুঁকলেও ইউরোপ সেরার লড়াইয়ে দুর্দান্ত ফর্মে আছে দলটি। ফরাসী লীগ ওয়ানের মোনাকো ও বুন্দেসলিগার আরেক দল বরুশিয়া ডর্টমুন্ড শেষ আটের আরেক ম্যাচে মুখোমুখি হবে। ফরাসী চ্যাম্পিয়ন পিএসজিকে রূপকথার মহারণে হারিয়ে আটে এসেছে স্প্যানিশ জায়ান্ট বার্সা। আর পোর্তোকে হারিয়ে টিকেট পেয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। লুইস এনরিকের দলকে এখন শক্ত পরীক্ষাই দিতে হবে সেমির টিকেট পেতে। ২০১৪-১৫ মৌসুমের ফাইনালে বার্সিলোনার কাছে ৩-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আসরের দুই বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের। এবার প্রতিশোধ নেয়ার মোক্ষম সুযোগ পাচ্ছে ইতালিয়ান জায়ান্টরা। প্রতিশোধের লক্ষ্যে এবার কোয়ার্টার ফাইনালেই পাঁচবারের ইউরোপ সেরা কাতালান ক্লাবটির মুখোমুখি হতে চেয়েছিলেন জুভেন্টাস ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। তার মনোবাসনাই পূরণ হয়েছে। চ্যাম্পিয়ন্স লীগে সর্বোচ্চ ১১ বারের শিরোপা জয়ী রিয়াল ও পাঁচবারের চ্যাম্পিয়ন বেয়ার্ন সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৩-১৪ আসরের সেমিফাইনালে। সেবার দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে জার্মান ক্লাবটিকে উড়িয়ে দিয়েছিল গ্যালাক্টিকোরা। সেবার ঘরের মাঠে ১-০ গোলে জেতার পর প্রতিপক্ষের মাঠে ৪-০ ব্যবধানে জিতেছিল রিয়াল। কোচ কার্লো আনচেলোত্তির অধীনে সেবারই চ্যাম্পিয়ন্স লীগের দশম শিরোপা জেতে মাদ্রিদের ক্লাবটি। ইতালির এই কোচের অধীনেই এবার ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে বেয়ার্ন। এবার তাই বাভারিয়ানদের সামনেও প্রতিশোধ নেয়ার মোক্ষম সুযোগ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে আগামী ১১ ও ১২ এপ্রিল। ফিরতি লেগ মাঠে গড়াবে ১৮ ও ১৯ এপ্রিল। আসরের ফাইনাল হবে ৩ জুন, ওয়েলসের কার্ডিফে।
×