ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শিশুদের ভাবনায় জন্মদিনে উজ্জ্বল ওয়াহিদুল হক

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ মার্চ ২০১৭

শিশুদের ভাবনায় জন্মদিনে উজ্জ্বল ওয়াহিদুল হক

স্টাফ রিপোর্টার ॥ সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করা বহুমাত্রিক এক প্রতিভা ওয়াহিদুল হক। বাংলা সংস্কৃতির শেকড়সন্ধানী বাংলা গানের বিকাশে আমৃত্যু নিরলসভাবে কাজ করেছেন এই সঙ্গীতজ্ঞ। আমৃত্যু মানুষ গড়েছেন, সংঘবদ্ধ করেছেন ও পথ দেখিয়েছেন। এভাবেই হয়ে উঠেছিলেন বাংলার মানুষের শিক্ষা-সংস্কৃতি ও মননের সঙ্গী। মানুষের মনন গড়নে তাঁর ভূমিকাটি অদ্ভুত সুন্দর হয়ে ধরা দিল বৃহস্পতিবার বিকেলে। ছায়ানট ভবনে ঢুকে মনে হলো ওয়াহিদুল হকের ভাবনাটি বয়ে বেড়াচ্ছে আজকের শিশুরা। কোথাও উচ্চকিতভাবে বলা হচ্ছে না তাঁর কথা, তবে তিনি আপন ভাবনা ও দর্শনে বিরাজ করছেন সবার মাঝে। সবাই গাইছে মানবিক হয়ে উঠবার গান। শুধু তাই নয়, নিজেদের শিক্ষা ভাবনায়ও শিশুরা উপস্থাপন করেছে এই কীর্তিমান মানুষটিকে। ওয়াহিদুল হকের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানট ভবনে শুরু হয়েছে ‘আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া’ শীর্ষক চারদিনের অনুষ্ঠানমালা। বৃহস্পতিবার আয়োজনের প্রথমদিনে নালন্দা বিদ্যায়তনের শিশুদের আয়োজনে শুরু হয়েছে প্রদর্শনী। উৎসবে রয়েছে সঙ্গীত আয়োজনসহ নানা অনুষ্ঠান। এবারের উৎসব ভাবনা ‘শিক্ষা ও মানবিকতা’। বিকেল বেলায় প্রদীপ প্রজ্ব¡লনের মাধ্যমে শুরু হয় উৎসব। নালন্দা ও ছায়ানটের শিক্ষার্থীদের নিয়ে উৎসব উদ্বোধন করেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ছায়ানটের প্রধান নির্বাহী সিদ্দিক বেলাল, নালন্দার অধ্যক্ষ মোমেনা বেগম প্রমুখ। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় ছিল শিশুদের সঙ্গীত পরিবেশনা। কচিকণ্ঠের শিল্পীরা গেয়ে শোনায় ওয়াহিদুল হকের পছন্দের কয়েকটি গান। এগুলো হলো, ‘আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া’, ‘আলোকের এই ঝর্ণাধারায়’, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ ও ‘হিংসায় উন্মত্ত পৃথ্বী’। শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, এক অভূতপূর্ব আয়োজন। অনন্য। নালন্দাই পারে এমন এক আয়োজন করতে। ওয়াহিদুল হক যে স্বপ্ন দেখেছিলেন সেটারই বাস্তবায়ন করতে দেখছি নালন্দাকে। আমাদের আশার জায়গা তৈরি হচ্ছে। কারণ, আজকের এই শিশুরাই নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশের। সিদ্দিক বেলাল বললেন, ওয়াহিদুল হকের শিক্ষা ভাবনা নিয়েই নালন্দার জন্ম। সে জন্যই মানুষটাকে সামনে না এনে তাঁর চিন্তাকে ছড়িয়ে দেয়ার উদ্দেশ নিয়েই এই অনুষ্ঠানমালার আয়োজন। ছায়ানট ভবনের দেয়ালজুড়ে নালন্দা বিদ্যায়তনের আয়োজনে চলছে প্রদর্শনী। এতে উঠে এসেছে শিশুদের শিক্ষা ভাবনা। বিভিন্ন পর্বে দেয়াল পত্রিকার আদলে সেগুলো উপস্থাপন করেছে শিশুরা। পাঠ্যবইয়ের বাইরের ভাবনাগুলো শিশুরা তুলে ধরেছে সেখানে। এতে ধাপে ধাপে উঠে এসেছে মানব সভ্যতার ক্রমবিকাশ। সেখানে খুঁজে পাওয়া যায় সিন্ধু সভ্যতা থেকে শুরু করে ফিনিশীয় সভ্যতা, প্রস্তর যুগ, তাম্র যুগ, মায়ান সভ্যতা, ইউরোপের ইতিহাস বদলে দেয়া ফরাসী বিপ্লব প্রভৃতি। সভ্যতার ক্রমবিবর্তনের সঙ্গে উঠে এসেছে ডারউইনের বিবর্তনবাদ, আইজ্যাক নিউটনের অভিকর্ষীয় সূত্র, গ্রহাম বেলের রেডিও আবিষ্কারের কথা। এছাড়াও রয়েছে কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারার জীবন সংগ্রামের কথা। যুক্ত হয়েছে শিশুদের শিক্ষা ভাবনা ও সাবেক শিক্ষার্থীদের স্কুল নিয়ে স্মৃতিচারণা। এছাড়া রয়েছে শিশুদের তৈরি ফুলদানি, পেন্সিল বক্স, ডায়েরিসহ নানা পণ্যের প্রদর্শনী। ছায়ানট ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় চলছে এ প্রদর্শনী। আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শ্রোতার আসর। উৎসবে রবি ও সোমবার অনুষ্ঠিত হবে মঞ্চ পরিবেশনা। ওয়াহিদুল হকের জš§দিন উপলক্ষে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকালে নানা অনুষ্ঠানের আয়োজন থাকছে। নালন্দার আয়োজনের বাইরে কণ্ঠশীলন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাগুরু ওয়াহিদুল হকের জš§দিন উপলক্ষে আবৃত্তির আয়োজন করে। শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় কণ্ঠশীলন আয়োজন করে ‘ওয়াহিদুল হক জয়ন্তী ও অভিজ্ঞানপত্র বিতরণ অনুষ্ঠান’। অনুষ্ঠানে আবৃত্তির পাশাপাশি কণ্ঠশীলন পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে অভিজ্ঞানপত্র বিতরণ করা হয়। ওয়াহিদুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ। বঙ্গবন্ধুকে নিবেদিত শিশুদের বই মেলা ॥ শিশুদের অতি প্রিয় এক লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। আর সেই তিনিই এলেন শিশুদের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি হয়ে। গল্পচ্ছলে শিশুদের কাছে জানতে চাইলেনÑ ‘এখানে তোমরা কি জন্য এসেছ?’ সমস্বরে জবাব এলো, ‘বই কিনতে ও পড়তে’। তারপরেই তিনি বললেন, ‘হ্যাঁ, তোমাদের সবাইকে বই পড়তে হবে এবং কিনতে হবে। না হলে তোমাদের বুদ্ধি বাড়বে না।’ তার সঙ্গে সুরে সুর মিলিয়েছিল শিশুরা। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষেই প্রিয় লেখককে দেয়া কথা রাখতে তৎপর হয়ে ওঠে খুদে পাঠকরা। তবে মেলার উদ্বোধনের সময় বেশিরভাগ স্টলই বন্ধ থাকায় অনেকেই হতাশ হয়। তবে আসছে দিনগুলোয় মেলা জমে উঠবেÑ এমন প্রত্যাশার মাধ্যমে বৃহস্পতিবার থেকে শুরু হলো বাংলাদেশ শিশু একাডেমি বইমেলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস উপলক্ষে শুরু হওয়া এ মেলা চলবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত। নির্ধারিত সময়ের একঘণ্টা পর শুরু হওয়া উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, সংসদ সদস্য কাজী রোজী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক আনজীর লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছড়াকার আখতার হুসেন এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক (মেলা) মিজানুর রহমান। সপ্তমবারের মতো আয়োজিত এ মেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের শিশুতোষ বইয়ের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইও স্থান পাবে। বইমেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করছে। মেলা ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকেলে একাডেমির শহীদ মতিউর মুক্তমঞ্চে থাকবে আলোচনা সভা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুভপ্রসাদ নন্দীর সঙ্গীতসন্ধ্যা ॥ বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে বসেছিল ‘ওপার বাংলার গান’ শীর্ষক সঙ্গীতাসর। আর এ আসরে গান শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন ওপার বাংলার প্রখ্যাত গণসঙ্গীতশিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। গণসঙ্গীতের পাশাপাশি লোকগান, রবীন্দ্রসহ নানা আঙ্গিকের বৈচিত্র্যপূর্ণ পরিবেশনা উপস্থাপন করেছেন। গানের মাঝে কথনে স্মরণ করেছেন সদ্য প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে। শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে অবস্থানরত শিল্পীর শুভানুধ্যায়ী, বন্ধু ও স্বজনরা। আজ থেকে যশোরে লিটলম্যাগ উৎসব ॥ ‘আমরা ভাঙি গড়বো বলে’ প্রতিপাদ্যে জাতীয় লিটল ম্যাগাজিন মেলা উদযাপন পর্ষদের আয়োজনে আজ শুক্রবার থেকে যশোরে শুরু হচ্ছে দুইদিনব্যাপী ‘জাতীয় লিটল ম্যাগাজিন মেলা’। যশোরের প্রাচ্য সংঘে এ মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। দুইদিনব্যাপী এই লিটল ম্যাগাজিন মেলায় সারাদেশ থেকে প্রকাশিত ৭৫টি লিটল ম্যাগাজিন সম্পাদক, প্রকাশক, লেখক ও কর্মীরা অংশ নিচ্ছে।
×