ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

স্নাতক (সম্মান) ভর্তিও রিলিজ স্লিপের আবেদন শুরু

প্রকাশিত: ০৪:৪৭, ১৭ মার্চ ২০১৭

স্নাতক (সম্মান) ভর্তিও রিলিজ স্লিপের আবেদন শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপের আবেদন ১৬ মার্চ বিকেল ৪টা থেকে শুরু ও চলবে ২৩ মার্চ রাত ১২টা পর্যন্ত। যে সকল প্রার্থী ১ম ও ২য় পর্যায়ে প্রাথমিক আবেদন করেছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি অথবা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি বাতিল করেছে তারা আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে জানা যাবে। এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী জেল হাজতে নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৬ মার্চ ॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) পাবনার সাবেক নির্বাহী প্রকৌশলী বর্তমানে এলজিইডি বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়াকে দুদকের একটি মামলায় জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে প্রকৌশলী গোলাম কিবরিয়া জামিনের আবেদন করলে বিচারক নুরুজ্জামান জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। দুদকের আইনজীবী ওবায়দুল হক জানান, প্রকৌশলী গোলাম কিবরিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) পাবনার নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে এলজিইডির ২৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাত করেন। এ বিষয়ে পাবনা সদর থানায় একটি মামলা দয়ের হয়।
×