ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিকল্প সড়ক দাবি

প্রকাশিত: ০৪:৪০, ১৭ মার্চ ২০১৭

বিকল্প সড়ক দাবি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ‘থাউজেন্ট মাইলস এক্সপেডিশন বাংলাদেশ’ আয়োজিত আগামী ১৮ থেকে ২০ মার্চ পর্যন্ত ৩ দিনব্যাপী ‘দ্য লংগেস্ট ওয়াক-২০১৭’ শীর্ষক কর্মসূচীর ঘোষণা দেয়া হয়েছে। তারই প্রেক্ষিতে ১৮ মার্চ ‘দ্য লংগেস্ট ওয়াক-২০১৭’ উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে টেকনাফ শাহপরীর দ্বীপ পর্যন্ত ৩ দিনব্যাপী হাঁটা কর্মসূচীতে শতাধিক মানুষ অংশ নেবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্নীতি রোধে তথ্যমেলা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৬ মার্চ ॥ ‘তথ্যই শক্তি-জানবো জানাবো, দুর্নীতি রুখবো’-এ স্লোগানে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস। সনাকের সভাপতি সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে ‘সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন, বাস্তবায়নের দায়িত্ব সকলের’ এ প্রতিপাদ্য বিষয়ে বক্তৃতা করেন সদরের ইউএনও আব্দুল্লাহ আল মাসউদ, অধ্যক্ষ সেলিনা আখতার, টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শফিকুর রহমান, প্রভাষক শাকিলা মাহমুদাসহ অন্যরা।
×