ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির অষ্টগ্রাম বেড়িবাঁধ ও উন্নয়ন কাজ পরিদর্শন

প্রকাশিত: ০৫:৪৮, ১৬ মার্চ ২০১৭

রাষ্ট্রপতির অষ্টগ্রাম বেড়িবাঁধ ও উন্নয়ন কাজ পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৫ মার্চ ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বুধবার অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায় যাতায়াতে নির্মাণাধীন সড়ক ও শান্তিনগর বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছেন। এছাড়া তিনি অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও বাজার এলাকার মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এর আগে রাষ্ট্রপতি দুপুর পৌনে একটার দিকে অষ্টগ্রাম ডাকবাংলো থেকে অটোরিক্সাযোগে বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন এবং হেঁটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাজার এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন করেন। রাষ্ট্রপতি অষ্টগ্রামের বিভিন্ন স্থান পরিদর্শনকালে মোঃ আফজাল হোসেন এমপি, এ্যাডভোকেট সোহরাব উদ্দিন এমপি, রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক-বেসামরিক কর্মকর্তারা ছাড়াও সরকারের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বিভিন্ন স্থান পরিদর্শন শেষে ডাকবাংলোয় কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর বিকেল ৩.১০ মিনিটে অষ্টগ্রাম হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করেন।
×