ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রথম দিনটি নিজেদের করে নিল মুশফিকরা

প্রকাশিত: ০৫:৩৮, ১৬ মার্চ ২০১৭

প্রথম দিনটি নিজেদের করে নিল মুশফিকরা

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট প্রথম খেলা হয় যে তারিখে ঠিক সেই তারিখেই বাংলাদেশ নিজেদের শততম টেস্ট খেলতে নামল। সেই দিনটি আবার রাঙিয়েও তুলল। দিনটি নিজেদের করে নিল বাংলাদেশ। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে প্রথমদিনে ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান করে শ্রীলঙ্কা। তাতেই প্রথমদিনটি বাংলাদেশের হয়ে গেল। এখন দ্বিতীয়দিনে বাংলাদেশকে কিছু করে দেখাতে হবে। বিশেষ করে ৮৬ রানে অপরাজিত থাকা দিনেশ চান্দিমালকে দ্রুত সাজঘরে ফেরাতে হবে। এরসঙ্গে শ্রীলঙ্কার হাতে থাকা ৩ উইকেটও দ্রুত তুলে নিতে হবে। তখন প্রথম ইনিংসে যে শ্রীলঙ্কাকে বিপাকে ফেলেছে বাংলাদেশ, সেই বিপত্তি বজায় থাকবে। না হলে শ্রীলঙ্কা যদি প্রথম ইনিংসেই অনেকদূর এগিয়ে যায়, তাহলে উল্টো বিপদ বাংলাদেশের ঘাড়ে চেপে বসতে পারে। আজ দ্বিতীয়দিনে চান্দিমালের সঙ্গে ১৮ রানে অপরাজিত থাকা রঙ্গনা হেরাথ ব্যাট হাতে নামবেন। প্রথম সেশনটিই গুরুত্বপূর্ণ। এই সেশনেই শ্রীলঙ্কাকে অলআউট করে দিতে হবে বাংলাদেশকে। এরপর প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটসম্যানদের ভাল ব্যাটিং করতে হবে। দিনটিতে কম উইকেট হারিয়ে কাটিয়ে দিতে হবে। তাহলে গল টেস্টে হারের পরও কলম্বোর পি সারা ওভালে ভাল ফলের স্বপ্ন দেখা যাবে। এ স্টেডিয়ামেই কখনই শ্রীলঙ্কার বিপক্ষে ভাল করতে পারেনি বাংলাদেশ। ইনিংস ব্যবধানেই শুধু হার হয়েছে। এবার প্রথমদিনে যেভাবে লঙ্কানদের চেপে ধরেছে বাংলাদেশ, তাতে ভাল কিছুর ইঙ্গিত মিলছে। এখন শুধু প্রথম ইনিংসে ব্যাটিংটা ভাল করতে হবে। ১৮৭৭ সালের ১৫ মার্চ আনুষ্ঠানিক টেস্ট ক্রিকেট খেলা শুরু হয়। ২০১৭ সালের ১৫ মার্চ বাংলাদেশ তাদের শততম টেস্ট খেলল। দিনটি বাংলাদেশের জন্য স্মরণীয় দিনই। ২০০০ সালে প্রথম টেস্ট খেলার পর ১৭ বছরে পা দিয়ে শততম টেস্ট খেলল বাংলাদেশ। বাংলাদেশের শততম টেস্ট খেলায় টেস্ট খেলুড়ে সবদেশেরই সেই কোচা পূরণ হলো। এ দিনটিতেই বাংলাদেশ টেস্ট দলে থাকা ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে সংবর্ধনাও পেল। ২০০৯ সাল থেকে টেস্ট ক্রিকেট খেলে শেষ মুহূর্তে গিয়ে দল থেকে বাদ পড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। এমন সময়ে বাজে ফর্মের কারণে দল থেকে ছিটকে পড়লেন, যখন বাংলাদেশ দল শততম টেস্ট খেলতে নামল। তাই সংবর্ধনায় থাকতে পারলেন না রিয়াদ। এই রিয়াদের বাদ পড়া নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। রিয়াদ সিনিয়র ক্রিকেটার। বাজে ফর্মের কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছেন। তা নিয়ে কত আলোচনা-সমালোচনা। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত দলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেই ধারণাও করা হয়েছে। কিন্তু প্রথমদিনটিতে সব ভুলে শততম টেস্টে খেলা রোমাঞ্চিত ক্রিকেটাররা লঙ্কানদের ঘাড় চেপে ধরেছেন। সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও যেন রিয়াদের বিতর্ক দূর করে দেয়ার চেষ্টা করেছেন। বলেছেন, ‘মাহমুদুল্লাহর বাদ দেয়াতে হাতুরাসিংহের কোন ভূমিকা নেই। প্রত্যেকটা সিদ্ধান্ত আমার। এখানে কোচের কথা কেন আসে, আমি তা বুঝি না। এই যে মাহমুদুল্লাহ টেস্টে খেলবে না, এটা তো আমার সিদ্ধান্ত।’ বোঝাই যাচ্ছে, বোর্ড সভাপতি ক্রিকেটারদের সঙ্গেও শততম টেস্ট শুরুর আগেরদিন কথা বলেছেন। আর তাতে ক্রিকেটাররাও যেন উজ্জীবিত হয়ে উঠেছেন। সব আলোচনা-সমালোচনা, জল্পনা-কল্পনা বাদ দিয়ে ভাল খেলার দিকেই মনোযোগী হয়ে উঠেছেন। তাতে কলম্বো টেস্টের প্রথমদিনে ফলটাও ভাল মিলেছে। প্রথম সেশনেই শ্রীলঙ্কার বারোটা বাজিয়ে দেন বাংলাদেশ বোলাররা। লঙ্কানদের স্কোরবোর্ডে ৭০ রান যোগ হতেই ৪ উইকেট হারায়। মুস্তাফিজুর রহমান কাটারে বিদ্ধ করেন গুনারতেœকে। এরপর মেহেদী হাসান মিরাজের জোড়া আঘাত ও শুভাশীষ রায়ের গতি এলোমেলো করে দেয় শ্রীলঙ্কাকে। কিন্তু এরপরই পঞ্চম (চান্দিমাল-সিলভা-৬৬ রানের জুটি) ও ষষ্ঠ উইকেটে (চান্দিমাল-ডিকওয়েলা-৪৪ রানের জুটি) দুটি জুটি গড়ে লঙ্কানরা নিজেদের ফিরে পাওয়ার চেষ্টা করেন। তাও বহুদূর যেতে পারেননি। তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে কুপোকাত হন সিলভা ও ডিকওয়েলা। ১৮০ রানেই ৬ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। এরপর আর ১৫ রান যোগ হতেই আবার মুস্তাফিজের আঘাত। তাতে পেরেরা সাজঘরে ফেরেন। মনে হচ্ছিল, প্রথমদিনেই অলআউট হয়ে যাবে লঙ্কানরা। কিন্তু একজন ছিলেন, যিনি চার নম্বরে ব্যাট করতে নামার পর থেকে উইকেট আঁকড়েই থাকেন। তিনি দিনেশ চান্দিমাল। যিনি টেস্ট ক্যারিয়ারে ৭ টেস্ট সেঞ্চুরির মধ্যে তিনটিই করেন বাংলাদেশের বিপক্ষে। তাও আবার ৭ ইনিংসে তিন সেঞ্চুরি করেন। আরেকটি সেঞ্চুরির পথে আছেন। ২১০ বলে মাত্র ৪টি চার হাঁকিয়ে ৮৬ রান করে অপরাজিত আছেন। আর ১৪ রান হলে বাংলাদেশের বিপক্ষে ৮ ইনিংসে ব্যাট করে চারটিতেই সেঞ্চুরি করে ফেলবেন। তিনিই মূলত শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার সঙ্গে টেস্ট অধিনায়ক হেরাথও (১৮*) উইকেট আঁকড়ে রয়েছেন। এখন অন্য কোন দিকে তাকানোর সুযোগ নেই। আজ দ্বিতীয়দিনের শুরুতেই চান্দিমালকে সাজঘরে ফেরাতে হবে। না হলে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে আরও বেশি রান যুক্ত হবে। তাতে করে যত বেশি রান হবে, ততই বাংলাদেশের সামনে বিপদ ঘনিয়ে আসবে। নিজেদের শততম টেস্টের প্রথমদিনটি রাঙিয়ে তুলেছে বাংলাদেশ।
×