ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুখোশধারীর ধাওয়ায় নদীতে নিখোঁজ ॥ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩১, ১৬ মার্চ ২০১৭

মুখোশধারীর  ধাওয়ায় নদীতে নিখোঁজ ॥ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ পুলিশের পোশাক পরা মুখোশধারী বাহিনীর ধাওয়ায় সদর উপজেলার গাড়দাহ গ্রামে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ বাচ্চু মিয়া (৪৫) নামের আরও একজনের লাশ বুধবার সকালে পুলিশ নদী থেকে উদ্ধার করেছে। এর আগে মঙ্গলবার আসাদুলের লাশ উদ্ধার করা হয়। গত রবিবার জুয়া খেলার সময় তারা ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। নিহত বাচ্চু শেখের বড় ভাই সরোওয়ার্দী শেখ জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে ইছামতি নদীর পাড়ে গাড়দাহ শাল বাগানে ১০-১২ জন জুয়াড়ি জুয়া খেলছিল। এ সময় পাঁচ পোশাক পরা পুলিশ, ৬ সিভিল পোশাক ও একজন মুখোশধারী তাদের ধাওয়া করে এবং চরনান্দিনা ও রাঙ্গালীয়াগাতি গ্রামের হালিম ও আলমসহ চারজনকে আটক করে। অপর তিনজন পালিয়ে গেলেও পাঁচ জুয়াড়ি ইছামতি নদীতে ঝাঁপ দেয়। এদের মধ্যে তিনজন উঠলেও আসাদুল ও বাচ্চু সেখ নিখোঁজ হয়। এদিকে স্থানীয়রা রাতভর বহু খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পায়নি।
×