ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে কলেজের নাম পরিবর্তনের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ০৪:৩১, ১৬ মার্চ ২০১৭

মাদারীপুরে কলেজের নাম পরিবর্তনের দাবিতে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৫ মার্চ ॥ মাদারীপুর সরকারী নাজিমউদ্দিন কলেজের নাম পরিবর্তন করে সরকারী স্টুয়ার্ড মুজিব কলেজ নামকরণের দাবিতে বুধবার দুপুরে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রী মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ১৯৪৮ সালে মাদারীপুরে কলেজ প্রতিষ্ঠাকালে পাকিস্তানের তৎকালীন গবর্নর জেনারেল খাজা নাজিমউদ্দিনের নামে নামকরণ করা হয়। খাজা নাজিমউদ্দিন ছিলেন পাকিস্তানের দালাল, আত্মমর্যাদাহীন ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিরোধিতাকারী। তিনি পশ্চিমাদের আগেই রাষ্ট্রভাষা উর্দুর প্রস্তাব উত্থাপন করেছিলেন। এমন এক ঘৃণিত ব্যক্তির নামে কলেজের নাম সহ্য করতে পারছেন না জেলার প্রগতিশীল ও মুক্তমনা সাধারণ মানুষ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পর থেকেই বিতর্কিত ব্যক্তির নামে কলেজে নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী জনগণ। স্বাধীনতার ৪৬ বছর পর সরকারী নাজিমউদ্দিন কলেজের নাম পরিবর্তন করে সরকারী স্টুয়ার্ড মুজিব কলেজ নামকরণের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়। স্বক্ষরকারীরা আরো উল্লেখ করেছেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামের ঘাঁটি এই মাদারীপুরের জনপদ। এ মাটিতেই জন্মেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও প্রিয়ভাজন, আগরতলা মামলার ৩নং আসামি, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, নিখাঁদ দেশপ্রেমিক, বীর মুক্তিযোদ্ধা স্টুয়ার্ড মুজিব। সুতরাং কুখ্যাত নাজিমউদ্দিনের নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা স্টুয়ার্ড মুজিবের নামে কলেজের নামকরণ করা হোক।
×