ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আটঘরিয়ায় অগ্নিকাণ্ড ॥ এক জেলের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৪, ১৫ মার্চ ২০১৭

আটঘরিয়ায় অগ্নিকাণ্ড ॥ এক জেলের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৪ মার্চ ॥ আটঘরিয়া উপজেলায় পাঁচ পরিবারের ১৬টি বসতঘরে আগুন লেগে সিদ্দিকুর রহমান (৪২) মারা গেছেন। আহত হয়েছেন আরও ছয়জন। রাত ২টার দিকে আটঘরিয়া উপজেলার ডেঙ্গার গ্রামের খাঁপাড়ায় এ অগ্নিকা-ের ঘটেছে। জানা গেছে, রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে ওই এলাকার আব্দুল কাদেরের বসতঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন আশপাশের আব্দুস সাত্তার, ইদ্রিস আলী, ফজলু ও বাসেদের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে এসে সিদ্দিকুর রহমানসহ স্থানীয় কয়েকজন আহত হন। এদের মধ্যে গুরুতর অবস্থায় সিদ্দিকুর রহমানকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। লালমনিরহাট নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, আজাদ জুট মিলে আগুনে পুড়ে গেছে কয়েক শ’ মণ পাট ও মেশিন। সোমবার রাত আটটায় রাতের শিফটে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে রিসাইকেল মেশিন থেকে আগুনের সূত্রপাত। আগুন মুহূর্তে পাটের গাদায় ছড়িয়ে পড়ে। প্রায় চার শ’ মণ পাট পুড়ে যায়। এ সময় একটি রিসাইকেলিং মেশিন পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। বাউফল নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে মঙ্গলবার দুপুরে আব্দুল হক সিপাইর একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অস্ত্রসহ আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চার মামলার পলাতক আসামি মোহাম্মদ আলম প্রকাশকে অস্ত্রসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। নগরীর খুলশী থানার আমবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে গ্রেফতারের পর তার কাছ থেকে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। টঙ্গীতে ৩ ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৪ মার্চ ॥ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মঙ্গলবার জিজ্ঞাসাবাদ শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। টঙ্গীর সাতাইশ এলাকার একটি দোকানের পাশ থেকে গ্রেফতার করা হয়।
×