ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আরও ৩ জেএমবি জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৪, ১৪ মার্চ ২০১৭

রাজশাহীতে আরও ৩ জেএমবি জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাগমারা, পবা ও বাঘা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আরও তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এরা হলোÑ খয়ের উদ্দিন (৪০), আবদুল আওয়াল (৪২) ও আবু জাফর (৩০)। এদিকে শনিবার বাগমারা থেকে আটক ৫ জেএমবি জঙ্গীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ভোরে বাগমারা থানা পুলিশ ঝিকড়া ইউনিয়নের কুদাপাড়া গ্রামে খয়ের উদ্দিন (৪০) নামের একজনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এছাড়া বাঘা থানা পুলিশ অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাতে আড়ানী বাজার থেকে আবদুল আওয়াল নামে আরেক জঙ্গীকে গ্রেফতার করে। সর্বশেষ সোমবার দুপুরে পবা থানা পুলিশ নওহাটা বাজার থেকে আবু জাফর নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করে। এরা তিনজনই জেএমবির সক্রিয় সদস্য। স্থানীয় লোকজনের তথ্যমতে, খয়ের উদ্দিন বাংলাভাইয়ের সঙ্গে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছিল। বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, দুপুরে তার বিরুদ্ধে মামলা করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে বাঘা থানার তালিকাভুক্ত জেএমবি ক্যাডার আওয়ালকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার আড়ানী বাজারে অবস্থিত এক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আওয়ালের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার মানদ্রা গ্রামে। তার পিতার নাম আজিজুল হক। ৩৭ বছর ধরে বাঘার আড়ানী বাজারে ক্রোকারিজের ব্যবসা করে আসছেন। ২০০৫ সালে রাজশাহী র‌্যাব তাকে আটক করেছিল। বাঘা থানার ওসি আলী মাহামুদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ সোমবার দুপুরে পবার নওহাটা থেকে আবু জাফর নামের এক জঙ্গীকে গ্রেফতার করা হয়। জাফর দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সম্প্রতি এলাকায় ফিরে জেএমবির সাংগঠনিক কার্যক্রম শুরু করেছিলেন। জাফর জেএমবির দুর্ধর্ষ ক্যাডার। প্রসঙ্গত, গত চার দিনে জেলার বাগমারা, পবা ও বাঘা থেকে জঙ্গীবিরোধী অভিযানে জেএমবি ও হিযবুত তাহরীরের ১২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচ জঙ্গি দু’দিনের রিমান্ডে ॥ এদিকে গত শনিবার বাগমারা থেকে গ্রেফতার জেএমবির ৫ জঙ্গীকে দু’দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে নেয়া জেএমবি সদস্যরা হলোÑ উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম (৪৩), গোয়ালকান্দি ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের শুকুর আলীর ছেলে আবুল হোসেন (৫৫), ছমির উদ্দীনের ছেলে আবদুস সাত্তার (২৮), মৃত জাবের আলীর ছেলে আবদুল মান্নান (৪৫) ও উদপাড়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে লুৎফর রহমান (৪৮)। জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীসহ গ্রেফতার ৪৫ ॥ এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩ কর্মীসহ বিভিন্ন অপরাধে ৪৫ জনকে গ্রেফতার করেছে। রবিবার রাতভর মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পাবনায় ২ জঙ্গি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা জানান, পুলিশের বিশেষ অভিযানে রবিবার গভীর রাতে তালিকাভুক্ত ২ জঙ্গিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাবনা সদর থানার ওসি আবদুর রাজ্জাক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ২ জঙ্গী সদস্য শফিকুল ইসলাম ও জিয়াউল করিম সুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম শহরের রাধানগর মক্তবপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে ও জিয়াউল করিম সুজন নারায়ণপুর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে। তারা নিষিদ্ধ আল্লার দলের সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা, ঝিনাইদহ ও শরীয়তপুরসহ দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। পুলিশ জানায়, সদর দফতরের তালিকাভুক্ত দুই জঙ্গী পাবনায় অবস্থান করছেÑ এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটক দুইজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় তিনটি মামলা আছে। ঝিনাইদহ ও শরীয়তপুর থানার কয়েকটি মামলায় জেলও খেটেছেন তারা। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
×