ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইন্ডিয়ান ওয়েলসে নাদাল-ফেদেরারের জয়

প্রকাশিত: ০৪:৪৭, ১৪ মার্চ ২০১৭

ইন্ডিয়ান ওয়েলসে নাদাল-ফেদেরারের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় পর্বে ফেবারিট সব তারকাই জয়ের স্বাদ পেয়েছেন। শিরোপা ধরে রাখার মিশনে ঘাম ঝরানো জয় পেয়েছেন সাবেক বিশ্বসেরা নোভাক জোকোভিচ। আর মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের দুই ফাইনালিস্ট রজার ফেদেরার এবং রাফায়েল নাদালও উড়ন্ত সূচনা করেছেন। এছাড়াও দারুণ জয়ে তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ, জাপানের কেই নিশিকোরি, স্পেনের ফার্নান্দো ভার্দাস্কো এবং আর্জেন্টিনার জুয়ান মার্টিন ডেল পোত্রো। শীর্ষ বাছাই হিসেবে সরাসরি টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলতে নামেন নোভাক জোকোভিচ। প্রতিপক্ষ ব্রিটেনের তরুণ কাইল এডমান্ড। প্রথম সেটে অবশ্য প্রতিপক্ষকে ৬-৪ গেমে হারান গত তিন আসরের চ্যাম্পিয়ন। দ্বিতীয় সেটে দু’জনের তুমুল প্রতিদ্বন্দ্বিতা ?উপভোগ করেন দর্শকরা। টাইব্রেকারে গিয়ে ম্যাচের নিষ্পত্তি ঘটে। ৭-৬ (৭-৫) গেমের কষ্টার্জিত জয়ের পর কোর্ট ছাড়েন নোভাক জোকোভিচ। ম্যাচ শেষে নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন সার্বিয়ান তারকা। এ প্রসঙ্গে সাবেক নাম্বার ওয়ান এই তারকা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি মনে করি প্রথম সেটে খুব ভাল খেলেই জিতেছি। দ্বিতীয় সেটে অবশ্য উত্থান-পত্তন ছিল। তবে কাইল এডমান্ডকেই কৃতিত্ব দিতে হয় কারণ সে আসলেই আক্রমণাত্মক খেলেছে। ম্যাচের শুরুতে অবশ্য সে দারুণ খেলেছে। দ্বিতীয় সেটের মাঝেও ভাল পারফর্ম করেছে সে। ম্যাচে আমি যে খুব ভুল করেছি তা নয় আমি কিছু ফোরহ্যান্ড মিস করেছি। তবে ভাল টেনিস খেলা হয়েছে সেটা অবশ্যই স্বীকার করতে হবে।’ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন আর্জেন্টিনার জুয়ান মার্টিন ডেল পোত্রোর। ইউ এস ওপেনের সাবেক এই চ্যাম্পিয়ন এদিন দ্বিতীয় পর্বের ম্যাচে ৭-৬ ও ৬-৩ সেটে পরাজিত করেন স্বদেশী ফেডেরিকো ডেল বোনিসকে। এদিকে জয় দিয়ে মিশন শুরু করেছেন সাবেক দুই শীর্ষ তারকা রজার ফেদেরার এবং রাফায়েল নাদালও। ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেনে সুইস কিংবদন্তি ফেদেরারের সামনে দাঁড়াতেই পারেননি ফ্রান্সের স্টিফেন রবার্ট। ৬-২, ৬-১ গেমের জয় তুলে নেন ১৮ বারের গ্র্যান্ডসøাম জয়ী। এমন জয়ের পর দারুণ সন্তুষ্ট ফেড এক্সপ্রেস। কেননা গত বছর যে হাঁটুর চোটের কারণে এই টুর্নামেন্টে খেলতেই পারেননি তিনি। যে কারণেই এবার জয় দিয়ে মিশন শুরু করতে পারার আনন্দে উদ্বেলিত রজার ফেদেরার। দিনের অপর ম্যাচে আর্জেন্টিনার গুইদো পেলাকে ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন স্প্যানিশ আইকন রাফায়েল নাদাল। ম্যাচ শেষে তৃপ্ত নাদাল বলেন, ‘আমি এখানে বিস্ময়কর কিছু করার চেষ্টা করিনি কখনই। শুধু নিজের খেলাটাই খেলার চেষ্টা করেছি। কিছু কিছু সময় আমি ভাল খেলেছি আবার কখনও খুব ভাল খেলতে পারিনি। সর্বোপরি সরাসরি সেটে ম্যাচটা জিততে পেরেই আমি খুব সন্তুষ্ট।’
×