ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টকরো খবর

প্রকাশিত: ০৪:৩১, ১৪ মার্চ ২০১৭

টকরো খবর

ভোলায় ৫০ মণ জাটকা জব্দ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৩ মার্চ ॥ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে মেঘনা নদী থেকে প্রায় ৫০ মণ জাটকা ইলিশসহ একটি ট্রলার জব্দ করেছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। রবিবার রাত ৯টার দিকে ভোলার সীমানাবর্তী কালীগঞ্জ মল্লিকপুর মেঘনা নদী এলাকা থেকে কোস্টগার্ড এ মাছ জব্দ করে। আটককৃত ট্রলারটি ভোলা থেকে বরিশাল যাচ্ছিল। কোস্টগার্ডের লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান জানান, জাটকা সংরক্ষণ অভিযান উপলক্ষে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা মেঘনা নদীর কালীগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রলার থেকে প্রায় ৫০ মণ ঝাটকা ইলিশ জব্দ করে। এ সময় জাটকা বহনকৃত ট্রলারটিও আটক করা হয়। আটককৃত মাছের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। হাইমচরে ১৯ জেলের কারাদ- নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৩ মার্চ ॥ চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে জাটকা ইলিশ নিধনের অপরাধে ১৯ জেলেকে ২ বছর করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসানাত মোঃ মঈনদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দ-প্রাপ্ত জেলে হচ্ছেন- মুন্সীগঞ্জ জেলার কালিরচর এলাকার মিনার হোসেন, রাশেদ, মনির হোসেন, মজিবুর রহমান, জাহাঙ্গীর হাওলাদার, শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার সায়েদ, খালেক গাজী, ছলেমান, সুমন, নবীর হোসেন, কুদ্দুস আলী, জবির হোসেন, মুসা মিজি, হযরত আলী, মানছুর আহম্মেদ, মোঃ জলিল, আলী নুর ও সাব্বির হোসেন। পুলিশ জানায়, রবিবার রাত দেড়টায় উপজেলা টাস্কফোর্সের সদস্যরা চরভৈরবীসহ আশপাশের এলাকা থেকে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার বর্গমিটার কারেন্টজাল ও ৩০ কেজি জাটকা জব্দ করা হয়। ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার দুটি ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভ্রাম্যমাণ আদালত। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুয়ায়েত হায়াত শিপলুর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নে এ অভিযান চালায়। জানা যায়, তিতাস গ্যাসের অসাধু কিছু ঠিকাদারের যোগসাজশে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি, খংসারদি, দামাদরদি, মোবারকপুর, খামারগাঁও, ছনপাড়া, হাড়িয়া ও বারদী ইউনিয়নের এরিবর, বাগেরপাড়া, ফুলদি, দলরদি, মিস্ত্রিপাড়া, সেনপাড়া, হরিগুন, আলমদিসহ ১৫টি গ্রামের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তিন ইঞ্চি ডায়া পাইপ দিয়ে গ্যাস সংযোগ দেয়। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে এলে সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই সব এলাকার প্রায় ১০ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিছিন্ন করা হয়। ছাত্রদল সভাপতির পদত্যাগ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৩ মার্চ ॥ উপজেলার কাজীবাকাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন তার পদ থেকে পদত্যাগ করেছেন। উপজেলা ছাত্রদলের দফতর সম্পাদক নজরুল ইসলামের হাতে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে। খুনের দায়ে যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৩ মার্চ ॥ সৎ মাকে হত্যার দায়ে সারোয়ার হোসেন সবুজ ওরফে বাবু (২৭) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন ওই দ-াদেশ দেন। দ-িত বাবু নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া কান্দাপাড়া এলাকার হযরত আলীর ছেলে। অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১৩ মার্চ ॥ সীতাকু-ে স্পেনের তৈরি একটি অস্ত্র, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টায় তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকির পাড়া এলাকার আমির হামজার বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে পুলিশ একটি ঘরে তল্লাশি চালিয়ে স্পেনের তৈরি ৭৫৬৫ মডেলের অস্ত্রসহ ফখরুল হাসানকে আটক করে। ঘরের অপর কক্ষ থেকে ইলিয়াস নামে একজনকে আটক করে। এ সময় অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। নড়াইলে আটক ৩৮ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৩ মার্চ ॥ পুলিশের অভিযানে ছয় মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলায় ৩৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি পাইপগান, গাঁজা, ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে সদর থানায় ১৬, লোহাগড়ায় ৯, কালিয়ায় ৫ এবং নড়াগাতি থানায় ৮ জনকে আটক করা হয়। অভিযান চলাকালে কালিয়া উপজেলার বারইপাড়া খেয়াঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। ট্রেনে কেটে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৩ মার্চ ॥ ট্রেনে কাটা পড়ে এরশাদ মৃধা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে। পিতার নাম তাজিবর মৃধা। সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বাংলার পাট বিশ্বমাত স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ‘বাংলার পাট বিশ^মাত’ রচনা প্রতিযোগিতায় কুড়িগ্রামের শিক্ষার্থী মাঈদুল বিন রাশেদ চৌধুরী ইমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে পেরে খুশি। ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে দেশব্যাপী রচনা প্রতিযোগিতায় সে তৃতীয় স্থান অধিকার করে। ঢাকাস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে বর্ণাঢ্য আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। অনুষ্ঠানে পাট খাতে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ছাড়াও দেশব্যাপী পাটকে কেন্দ্র করে রচনা প্রতিযোগিতায় উত্তীর্ণদের হাতে ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী মাঈদুল বিন রাশেদ চৌধুরী ইমন প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট গ্রহন করে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হারুন-অর-রশীদ মিলন। ইমনের বাবার নাম এরশাদ আলী চৌধুরী, মায়ের নাম মিরা বেগম। ছিনতাইকারী অভিযোগে আটক ২ স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ রবিবার রাতে শহরের মালগ্রাম উত্তরপাড়া এলাকায় পুলিশের সঙ্গে ছিনতাইকারীর গুলিবিনিময় হয়েছে। এ সময় ছিনতাইকারী সন্দেহে রাব্বি হাসান ও আলমগীর নামে দুই যুবক গ্রেফতার হয়েছে। এর মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করে। পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে তিনটার দিকে মালগ্রাম উত্তরপাড়া এলাকায় পাঁচ-ছয়জনের একদল ছিনতাইকারী ছিনতাইয়ের জন্য অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকরীরা গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ছিনতাইকারী দলের অন্যরা পালিয়ে গেলেও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রাব্বিসহ ছিনতাইকারী দলের অপরজনকে আটক করা হয়। গুলিবিদ্ধ রাব্বিকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাজীগঞ্জ মডেল কলেজের ৩০ বছর পূর্তি উদ্যাপন নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৩ মার্চ ॥ হাজীগঞ্জ উপজেলা সদরের ঐহিত্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাজীগঞ্জ মডেল কলেজের ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচীর আয়োজন করা হয়। সোমবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। এ সময় অতিথিদের সংবর্ধনা প্রদান করেন কলেজ কর্তৃপক্ষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধকালীন ১নং সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুবুল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, গাজী মোঃ মাঈনুদ্দীন, সৈয়দ আহমদ খসরু। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারী। ছাত্র নির্যাতন ॥ তিন আসামির জামিন নামঞ্জুর স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর দুর্গাপুরে ছাগল চুরির অভিযোগে দুই স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় করা মামলায় সোমবার আদালত থেকে জামিন নিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাহার আলী। তবে একই মামলার অপর তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রবিবার এক মামলায় গ্রেফতার দুই ইউপি সদস্যের জামিন মঞ্জুর হয়। জানান, ছাগল চুরির অপরাধে দুই স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় অতিরিক্ত দায়রা জজ-২ এর বিজ্ঞ বিচারক খন্দকার হায়দার আলীর আদালতে সোমবার আত্মসমর্পণ করেন মামলার আসামি ইউপি চেয়ারম্যান মোজাহার আলী, আনারুল ইসলাম, আব্দুল হক ও রেজাউল ইসলাম। এ সময় আসামিরা তাদের আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন জানালে আদালত ইউপি চেয়ারম্যান মোজাহার আলীর জামিন মঞ্জুর করেন এবং আনারুল ইসলাম, আব্দুল হক ও রেজাউল ইসলামকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, গত বুধবার জেলার দুর্গাপুর উপজেলার আন্দুয়া গ্রামে ছাগল চুরির অপরাধে গ্রাম্য সালিশে দুই ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন চালানো হয়। শত্রু ঘায়েল করতে গাছ কর্তন নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৩ মার্চ ॥ মাগুরা সদর উপজেলার ধলহরা চানপুর গ্রামে দুই কৃষকের এক হাজার কলাগাছ ও ৩ শত পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। সোমবার সকালে বাগান মালিক মাঠে গিয়ে দেখেন গাছ কাটা। গাছগুলো মাঝখান থেকে ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
×