ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদেশী নারী সাংবাদিককে উত্যক্ত ॥ হোটেল মালিক গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৮, ১৪ মার্চ ২০১৭

বিদেশী নারী সাংবাদিককে উত্যক্ত ॥ হোটেল মালিক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৩ মার্চ ॥ বাল্যবিয়ে নিয়ে কাজ করতে আসা মার্কিন নারী সাংবাদিক এ্যালিসন জয়েসকে উত্যক্তকারী হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশু গ্রেফতার হয়েছে। সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের অর্জুনদাশ আগারওয়ালা রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ওই সাংবাদিকের দেয়া লিখিত অভিযোগটি থানায় সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়। পরে অভিযোগ ও সাধারণ ডায়েরিটি তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে কুষ্টিয়া জজ কোর্টের সদর আদালতে আবেদন করা হয়। আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাহ উল হক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আদালতের আদেশ পাওয়ার পর পুলিশ কয়েক দফায় অভিযান চালিয়ে হোটেল মালিককে গ্রেফতার করে। অভিযোগ থেকে জানা যায়, আমেরিকান ফ্রি ল্যান্স ফটো সাংবাদিক এ্যালিসন জয়েস বাল্যবিয়ে নিয়ে কাজ করতে এসে গত ৬ মার্চ রাতে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় অবস্থিত আবাসিক হোটেল ‘খেয়া’য় অবস্থান করেন। রাত একটার দিকে হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশু মদ্যপ অবস্থায় এ্যালিসন জয়েসের কক্ষে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর হোটেল মালিক ওই নারী সাংবাদিকের মোবাইলে বার বার কল দেয়। কিন্তু কল রিসিভ না হওয়ায় ২৫/৩০ মিনিট ধরে মাতাল অবস্থায় হোটেল মালিক দরজা ধাক্কাধাক্কি করে ভেতরে ঢোকার চেষ্টা করে। একপর্যায়ে হোটেল রুমের ডুপ্লিকেট চাবি দিয়ে সে দরজা খোলারও চেষ্টা করে। এ সময় ভীত-সন্তস্ত্র এ্যালিসন জয়েস কুষ্টিয়ায় তার সহকর্মী আলী এহসানকে মোবাইলে ঘটনাটি জানান। আলী এহসান কয়েক বন্ধুসহ দ্রুত হোটেলে আসেন এবং মানসিকভাবে বিপর্যস্ত মার্কিন নারী সাংবাদিককে উদ্ধার করে শহরের অন্য একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করেন। মদ্যপ বিশু গ্রেফতার হওয়ায় এ্যালিসন জয়েস সন্তোষ প্রকাশ করেন বলে জানান পুলিশ কর্মকর্তারা। গ্রেফতারকৃত আসামিকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
×