ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উর্দুভাষীদের হয়রানির অভিযোগ মোহাম্মদপুর থানা ওসির বিরুদ্ধে

প্রকাশিত: ০৮:৫১, ১৩ মার্চ ২০১৭

উর্দুভাষীদের হয়রানির অভিযোগ মোহাম্মদপুর থানা ওসির বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের উর্দুভাষী নাগরিকদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীরের বিরুদ্ধে। রবিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে উর্দুভাষীদের সংগঠন নন লোকাল রিলিফ কমিটির চেয়ারম্যান এস কে গোলাম জিলানী এই অভিযোগ করেন। তবে এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, মাদক বিক্রির অভিযোগেই জিলানীকে গ্রেফতার করা হয়েছিল। সপরিবারে তিনি মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত। সংবাদ সম্মেলনে এস কে গোলাম জিলানী বলেন, মাদকবিরোধী অভিযানের নামে চার মাস ধরে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের উর্দুভাষী নাগরিকদের অহেতুক হয়রানি করছে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীরের নির্দেশেই হয়রানি করা হচ্ছে। অহেতুক উর্দুভাষীদের গ্রেফতার করা হচ্ছে। মিথ্যা মামলা দেয়া হচ্ছে। তিনি বলেন, এ বছরের ১৬ জানুয়ারি মোহাম্মদপুর থানায় আমাকেসহ সংগঠনের দফতর সম্পাদক মোঃ শামসাদ শাকিলকেও ৩৭ ঘণ্টা আটকে রাখা হয়। এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব সরকারসহ উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালানো হয়। মাদক ব্যবসায় জড়িত থাকায় জিলানীকে গ্রেফতার করা হয়। ওসি বলেন, সপরিবারে তিনি মাদক ব্যবসায় জড়িত। তার দুই ছেলেও মাদক বিক্রেতা। মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতেই উল্টো পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে।
×