ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আটক ৩

নওগাঁয় ছুরি মেরে পলিটেকনিকের ছাত্রলীগ নেতা হত্যা

প্রকাশিত: ০৫:৫৪, ১২ মার্চ ২০১৭

নওগাঁয় ছুরি মেরে পলিটেকনিকের ছাত্রলীগ নেতা হত্যা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ মার্চ ॥ নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের কম্পিউটার বিভাগের ছাত্র, ছাত্রলীগ নেতা শ্যামল চন্দ্রকে (১৯) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে শ্যামলকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিকের ছাত্ররা। স্থানীয় লোকজন ও কলেজ ছাত্ররা জানান, পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে পলিটেকনিকের পাশে ফিশারি গেটের সামনে শ্যামলকে একা পেয়ে ছাত্র আরমান হোসেন রুমন (২৪), বহিরাগত রাশেদুল ইসলাম ও আতোয়ারসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পেট ও পিঠে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা শ্যামলকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক শ্যামলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য শ্যামলকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়। ঢাকা নেয়ার পথে শনিবার সকালে সে মারা যায়। নিহত শ্যামল পতœীতলা থানার সোনাপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে। মোবাইল ফোনে নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম জানান, এ ঘটানায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, এই হত্যাকা-ে জড়িত সন্দেহে তিনজনকে ইতোমধ্যেই আটক করা হয়েছে। শনিবার বিকেলে শ্যামল হত্যাকারীদের ফাঁসি দাবিতে বিক্ষোভ করেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
×