ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাইজার বিস্ফোরণ ॥ ৫ ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০৪:৫২, ১২ মার্চ ২০১৭

রাইজার বিস্ফোরণ ॥ ৫ ঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের রাইজারের রেগুলেটরে বিস্ফোরণ হয়ে ৫ বসতঘরসহ মাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার টুকু মুনসি ও তার ছেলে রুহুল আমিনের বাড়ির আঙ্গিনায় থাকা তিতাস গ্যাসের রাইজারের রেগুলেটরে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। পরে আশপাশের স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে শুরু করে। এ সময় আগুন ৪০-৫০ ফুট উপরে উঠে যায়। অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় টুকু মিয়া ও তার ছেলে রুহুল আমিনের পাঁচটি বসতঘর ও ঘরে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালঙ্কার, কাপড়, মূল্যবান কাগজপত্র, নগদ টাকাসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ “জাটকা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না” এই স্লোগানের মধ্য দিয়ে শরণখোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ দিনব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী। উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ডাঃ মোজাম্মেল হোসেন এমপি। আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, ইউএনও (ভারপ্রাপ্ত) মীর আলিফ রেজা, শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান, কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার প্রমুখ। আইএলএসটির ভিত্তি স্থাপন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ডুমুরিয়া উপজেলার সাহাপুরে প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে ‘ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এ্যান্ড টেকনোলজি (আইএলএসটি)’ নির্মাণ করা হচ্ছে। তিন একর জমির ওপর এ ইনস্টিটিউট নির্মাণকাজে ব্যয় হবে প্রায় ৩১ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার টাকা এবং নির্মাণকাজ শেষ হবে ২০১৯ সালের জুন মাসে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে আইএলএসটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। খুলনা প্রাণিসম্পদ অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক ডাঃ মোঃ নিজাম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
×