ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে জঙ্গীরা এখনও তৎপর ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৫, ১২ মার্চ ২০১৭

বাংলাদেশে জঙ্গীরা এখনও তৎপর ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১১ মার্চ ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আমরা এখনও জঙ্গীদের একেবারে নির্মূল করতে পারিনি। জঙ্গীরা এখনও তৎপর। পৃথিবীর অন্য কোন দেশের চেয়ে জঙ্গীদের দমনের ব্যাপারে আমরা অনেক বেশি সাফল্য অর্জন করেছি। তাই, আমরা জঙ্গীদের কঠোর হাতে দমন করব। শনিবার দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় মীরপুর মফিদ-ই-আম স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, একটি গোষ্ঠী নতুন করে আবারও দেশে জঙ্গী তৎপরতা শুরু করেছে। তাই বর্তমান সরকার জঙ্গীদের দেশ থেকে নির্মূল করার উদ্যোগ নিয়েছে। বর্তমান সময়ে একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে যে কোন প্রকার ষড়যন্ত্রে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠানটির গবর্নিং বডির সভাপতি দীন মোহাম্মদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।
×