ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক ১৬ সেঞ্চুরি অধিনায়ক কেন উইলিয়ামসনের (১৩০), ফায়ার এলার্ম ;###;নিয়ে লঙ্কাকা-!

ডুনেডিনে লড়াই হচ্ছে সমানে-সমান

প্রকাশিত: ০৬:১৯, ১১ মার্চ ২০১৭

ডুনেডিনে লড়াই হচ্ছে সমানে-সমান

স্পোর্টস রিপোর্টার ॥ ডুনেডিন টেস্টে লড়াইটা হচ্ছে সমানে সমান। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩০৮ রানের জবাবে ৩৪১ রানে অলআউট হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ৩৮ রান। সবমিলিয়ে ৫ রানের লিড সফরকারীদের। ডিন এলগার ১২ ও হাসিম আমলা ২৩ রান নিয়ে ব্যাট করছেন। শুক্রবারের আলোচিত ঘটনা, ১৩০ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়ে সতীর্থ রস টেইলরের সঙ্গে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বাধিক ১৬ টেস্ট সেঞ্চুরির মালিক বনে গেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দু’জনের সামনে কেবল গ্রেট মার্টিন ক্রো (১৭টি)। আর দিনের শেষ ভাগে হঠাৎই মাঠের ফায়ার এলার্ম বেজে উঠলে উপস্থিত দর্শকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়। দর্শকদের সরিয়ে নেয়া হয়। কিছু সময়ের জন্য খেলা বন্ধও থাকে। তবে পরবর্তীতে জানা যায় ভুলবশত নাকি এমনটা হয়েছে। ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। ৭৮ রানে অপরাজিত উইলিয়ামসন হতাশ করেননি। বরাবরের মতোই নির্ভরতায় দলকে এগিয়ে নিয়েছেন। তবে নাইটওয়াচম্যান জিতেন প্যাটেল (১৬) ও দীর্ঘদিন পর ফেরা জিমি নিশাম (৭) টিকতে পারেননি। এ পর্যায়ে অধিনায়ককে সঙ্গ দেন বিজে ওয়াটলিং। ষষ্ঠ উইকেটে দু’জনের জুটি ৮৪ রানের। উইলিয়ামসনের দারুণ ইনিংস শেষ হয়েছে দুর্দান্ত এক বলে। দ্বিতীয় নতুন বলে কাগিসো রাবাদার বাড়তি বাউন্সে ফিরেছেন ১৩০ রানে। উইকেটকিপার ওয়াটলিং ফেরেন ঠিক পঞ্চাশ ছুঁয়েই। নিউজিল্যান্ড ৩৩ রানের লিড পায় মূলত নিল ওয়াগনারের ব্যাটে। দশে নেমে ৫ চার ও ২ ছক্কায় ৩২ করেন এই পেসার। আগেরদিন চোটে মাঠ ছাড়া রস টেইলর খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিংয়ে নামেন শেষ ব্যাটসম্যান হিসেবে। মারেন একটি ছক্কাও। অপরাজিত থাকেন ১৫ রানে। তাতে কিউইদের লিডটা আরেকটু বাড়ে। শেষ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ পূরণ করেন ৫ উইকেট। ১৯৫৪ সলের পর টেস্টে এই প্রথম দু’দলের কোন স্পিনার ইনিংসে পাঁচ উইকেট পেলেন। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৩০৮/১০ (১২২.৪ ওভার; কুক ৩, এলগার ১৪০, আমলা ১, ডুমিনি ১, ডুপ্লেসিস ৫২, বাভুমা ৬৪, ডি কক ১০, ফিল্যান্ডার ২১; বোল্ট ৪/৬৪, ওয়াগনার ৩/৮৮, প্যাটেল ২/৮৫, নিশাম ১/৩৪) ও দ্বিতীয় ইনিংস ৩৮/১ (১৮ ওভার; কুক ০, এলগার ১২*, আমলা ২৩*; বোল্ট ১/৬, ওয়াগনার ০/৮)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৩৪১/১০ (১১৪.৩ ওভার; লাথাম ১০, র‌্যাভাল ৫২, উইলিয়ামসন ১৩০, টেইলর ১৫*, প্যাটেল ১৬, নিশাম ৭, ওয়াটলিং ৫০, স্যান্টনার ৪, ওয়াগনার ৩২, বোল্ট ২*; রাবাদা ১/৯২, ফিল্যান্ডার ২/৬৭, মরকেল ২/৬২, মহারাজ ৫/৯৪)। ** তৃতীয়দিন শেষে
×