ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করল ইংলিশরা

প্রকাশিত: ০৬:১৯, ১১ মার্চ ২০১৭

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করল ইংলিশরা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবীয়দের ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করল ইংল্যান্ড। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৮৬ রানের বিশাল জয়ের পথে স্বাগতিকদের কার্যত উড়িয়ে দিল ইংলিশরা। বার্বাডোজের একতরফা ম্যাচে এ্যালেক্স হেলস (১১০) ও জো রুটের (১০১) জোড়া সেঞ্চুরির সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩২৮ রানের বড় স্কোর গড়ে ইয়ন মরগানের দল। জবাবে ৩৯ ওভার ২ বলে ১৪২ রানে অলআউট হয় জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ। ১০৭ বলে ম্যারাথন সেঞ্চুরি ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন হেলস। আর ব্যাটে-বলে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে সিরিজ সেরার পুরস্কার পকেটে পুরেছেন ক্রিস ওকস। তিন ম্যাচে ৭ উইকেট নেয়ার পাশাপাশি একটি হাফ সেঞ্চুরিও (৬৮*) হাঁকিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে যথাক্রমে ৪৫ রান ও ৪ উইকেটের জয় পায় অতিথিরা। উইকেটে হালকা ঘাস, কিছুটা স্যাঁতসেতে আবহাওয়া, টানা তৃতীয়বার টস জিতে বোলিং নিতে উইন্ডিজ অধিনায়ককে খুব একটা ভাবতে হয়নি। জেসন রয়কে (১৭) হারিয়ে ১০ ওভারে ইংল্যান্ড তুলতে পারে মাত্র ৩৯ রান। হোল্ডারের সিন্ধান্ত তখন যৌক্তিক বলেই মনে হচ্ছিল। কিন্তু উইকেটে থিতু হয়ে ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠেন হেলস। অন্যপাশে রানের চাকা সচল রাখেন ক্ল্যাসিক্যাল রুট। ক্যারিবিয়ান ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া কাজে লাগিয়ে দ্বিতীয় উইকেটে ১৮৩ বলে ১৯২ রানের জুটি গড়েন দু’জনে। আলজারি জোসেফকে ছক্কা হাঁকিয়ে ৯৯ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন হেলস। খানিক পরে এই পেসারকে তুলে মারতে গিয়েই ক্যাচ আউট হন। নামের পাশে তখন ৯ চার ও ৫ ছক্কায় ১১০। অন্যদিকে ৭১ বলে হাফ সেঞ্চুরি পাওয়া রুট, পরের ৫০ রান করেন মাত্র ৩৬ বলে। ওয়ানডতে নিজের নবম সেঞ্চুরি (১০১) তুলে নেয়ার পর জোসেফের শিকারে পরিণত হন ইংল্যান্ডের সময়ের সেরা এই ব্যাটসম্যান। স্বাগতিকদের হয়ে জোসেফ ৪ ও অধিনায়ক হোল্ডার নেন ৩ উইকেট। জবাবে অতিথি বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৪৬ রান ছয় নম্বরে নামা জোনাথন কার্টারের। শেষ ব্যাটসম্যান জোসেফ ১৩ বলে অপরাজিত ২২ রানের পথে কিছুটা বিনোদন যুগিয়েছেন। ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে একেবারে শেষ মুহূর্তে একাদশে জায়গা পাওয়া পেসার লিয়াম প্ল্যাঙ্কেট তার ৫ ওভারের প্রথম স্পেলে ৫ রান দিয়ে নেন ৩ উইকেট, ম্যাচে ৩/২৭। ওকস আর স্টিভেন ফিন নিয়েছেন ৩ ও ২টি করে উইকেট। তিন ওয়ানডেতেই টসে হেরে ইংল্যান্ড সর্বশেষ ৩-০তে জিতেছিল ২০০৩ সালে, বাংলাদেশের বিপক্ষে। অন্যদিকে ১৮৬ রানের পরাজয় ঘরের মাটিতে ক্যারিবীয়দের সবচেয়ে বড় হারের লজ্জা। স্কোর ॥ ইংল্যান্ড ৩২৮/১০ (৫০ ওভার; রয় ১৭, হেলস ১১০, রুট ১০১, মরগান ১১, স্টোকস ৩৪, ওকস ১৩, প্লাঙ্কেট ১১, ফিন ২*; হোল্ডার ৩/৪১, জেসেফ ৪/৭৬, নার্স ১/৫৭)। ওয়েস্ট ইন্ডিজ ১৪২/১০ (৩৯.২ ওভার; পাওয়েল ৬, ক্রেইগ ব্রেথওয়েট ৫, হোপ ১৬, জেসন ১০, কার্টার ৪৬, হোল্ডার ০, কার্লোস ব্রেথওয়েট ৭, নার্স ৬, বিশু ১০, জেসেফ ২২*; ফিন ২/৩৫, ওকস ৩/১৬, স্টোকস ১/২৭, প্লাঙ্কেট ৩/২৭, রশিদ ১/৫)। ফল ॥ ইংল্যান্ড ১৮৬ রানে জয়ী। ম্যাচসেরা ॥ এ্যালেক্স হেলস (ইংল্যান্ড)। সিরিজ ॥ তিন ওয়ানডের সিরিজ ইংল্যান্ড ৩-০তে জয়ী। সিরিজসেরা ॥ ক্রিস ওকস (ইংল্যান্ড)।
×