ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বেতাগীতে কৃষক হত্যা ॥ আটক ৩

প্রকাশিত: ০৬:১৩, ১১ মার্চ ২০১৭

বেতাগীতে কৃষক হত্যা ॥ আটক ৩

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১০ মার্চ ॥ বেতাগীতে গলায় গামছা পেঁচিয়ে কৃষক মোস্তফাকে হত্যার অভিযোগে মোশাররফ হোসেনসহ তিনজনকে আটক করেছে বেতাগী থানা পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা জেলার বেতাগী উপজেলার ৬নং কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ মৃধা বাড়িসংলগ্ন চাষাবাদের মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, জমিতে মুগ ডাল তোলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তর্কের একপর্যায়ে মোশাররফ, তার মা ও শ্বশুর মিলে মোস্তফার গলায় গামছা পেঁচিয়ে মাঠ থেকে টানতে টানতে রাস্তার পাশে নিয়ে আসে। এর মধ্যে মোস্তফা মারা যায়। স্থানীয়রা এ ঘটনা দেখে ধাওয়া করে ওই তিনজনকে আটক করে বেতাগী থানা পুলিশে সোপর্দ করেন। মৃত মোস্তফা (৪০) বেতাগীর ৬নং কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ গ্রামের বাসিন্দা। সাভারে নিরাপত্তাকর্মী ও দুই নারীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সাভার ও আশুলিয়া থেকে এক নিরাপত্তাকর্মী ও দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে পৌর এলাকার উত্তর রাজাশন এলাকা থেকে নিরাপত্তাকর্মী আমির হোসেন (৫২) ও সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) ও আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের বলিভদ্র এলাকার একটি বাড়ি থেকে অপর এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। আমির হোসেন ভোলা সদর থানার চরপাংশাই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। পুলিশ লাশ তিনটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। জানা গেছে, পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লার স্থানীয় বাসিন্দা রাশিয়া প্রবাসী শাহ আলমের বাড়িতে তিন বছর ধরে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন আমির। ছয়তলা ওই বাড়ির নিচতলায় একটি কক্ষে তিনি একাই থাকতেন। এদিন ভোরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। এদিকে, এদিন সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে, আশুলিয়ার বলিভদ্র এলাকার একটি বাড়ি থেকে অপর এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ফরিদপুরে লিফটের নিচে নারীর লাশ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, শহরের ঝিলটুলীতে অবস্থিত ডায়াবেটিক মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফটের নিচ থেকে সূর্য খাতুন (৬৫) নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে। নিহতের স্বজনরা জানান, সূর্য খাতুন গত তিন দিন আগে ডায়াবেটিক হাসপাতালে ভর্তি থাকা তার এক স্বজনকে দেখতে আসে। ওই দিনই রাত ৯টার দিকে রোগীর জন্য ওষুধ আনতে নিচে যায়। এর পর থেকেই সূর্য খাতুন নিখোঁজ হয়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় বৃহস্পতিবার তার স্বজন ইসমাইল বেপারী একটি জিডি করে। শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ২নং লিফটের নিচ থেকে পচা গন্ধ বের হলে হাসপাতাল কর্তৃপক্ষ লিফটের নিচে একটি লাশ দেখতে পায়।
×