ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আবাহনীর প্রথম প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া ক্লাব

প্রকাশিত: ০৪:৩৭, ১০ মার্চ ২০১৭

আবাহনীর প্রথম প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া ক্লাব

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫-১৬ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে (অপরাজিত) এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আয়োজনে ‘এএফসি কাপে’ খেলার যোগ্যতা অর্জন করেছে ঢাকা আবাহনী লিমিটেড। এএফসি এশিয়ার প্রত্যেক দেশের প্রতি বছরের লীগ শিরোপাধারীদের সমন্বয়ে এই আন্তর্জাতিক ফুটবল আসর আয়োজন করে থাকে। ২০১১-১২ মৌসুমের পর এ আসরে আবারও খেলবে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ দল খ্যাত ঢাকা আবাহনী। তারা খেলবে দক্ষিণ অঞ্চলের ‘ই’ গ্রুপে। এই গ্রুপের অপর দলগুলো হলো : ভারতের মোহনবাগান, জেএসডব্লিউ ব্যাঙ্গালুরু এফসি এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। প্রতিটি ক্লাব হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে পরস্পরের বিরুদ্ধে দু’বার করে খেলবে। সেক্ষেত্রে প্রতিটি দল মোট ৬টি করে ম্যাচ খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে একাধিক ক্লাবের পয়েন্ট সমান হলে বাইলজ অনুযায়ী দলের অবস্থান অনুক্রম নির্ধারণ করা হবে। ‘ই’ গ্রুপের চাম্পিয়ন দল ইন্টার জোনাল সেমিফাইনালে উন্নীত হবে। সেখানে খেলা হবে নকআউট ভিত্তিতে। আগামী ১৪ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আবাহনী তাদের প্রথম গ্রুপ ম্যাচে মোকাবেলা করবে মালদ্বীপের মাজিয়াকে। আবাহনীর পরের ম্যাচগুলো হলো : বিপক্ষ মোহনবাগান (৪ এপ্রিল, কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়াম), বিপক্ষ ব্যাঙ্গালুরু (১৮ এপ্রিল, শ্রী কান্তিরাভা স্টেডিয়াম, ব্যাঙ্গালুরু), বনাম ব্যাঙ্গালুরু (৩ মে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা), বিপক্ষ মাজিয়া (১৭ মে, ন্যাশনার স্টেডিয়াম, মালে) এবং বিপক্ষ মোহনবাগান (৩১ মে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম)। এবারের প্রতিযোগিতায় গ্রুপ পর্বে এশিয়ার ৩৬ লীগ শিরোপাধারী দলকে ৯টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে আছে ৪টি করে দল। এই দলগুলোকে আবার ৫টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এগুলো হলো : পশ্চিম, মধ্যম, দক্ষিণ, পূর্ব ও আসিয়ান অঞ্চল। পশ্চিম ও আসিয়ান অঞ্চলের মধ্যে ৬টি গ্রুপসহ মধ্যম, দক্ষিণ ও পূর্ব অঞ্চলে ১টি করে ৩টি নিয়ে মোট ৯টি গ্রুপ। দক্ষিণ অঞ্চলের ‘ই’ গ্রুপে পড়েছে আবাহনী। ঢাকায় আগামী ১৪ মার্চ আবাহনীর প্রথম খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগত দর্শকদের জন্য টিকেটের মূল্য হচ্ছে ৫০ (পূর্ব ও পশ্চিম গ্যালারি), ১০০ এবং ১৫০ টাকা (ভিআইপি গ্যালারি)। স্কুলের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখালে বিনা অর্থে খেলা দেখতে পারবে। এক্ষেত্রে তাদের আবাহনী ক্লাব থেকে সৌজন্যমূলক অগ্রিম টিকেট সংগ্রহ করতে হবে। ঢাকা আবাহনী লিমিটেড ॥ শহীদুল আলম, আরিফুল ইসলাম, ওয়ালী ফয়সাল, তপু বর্মন, ইউসুফ সামাদ, ইমন মাহমুদ, হেমন্ত ভিনসেন্ট বিশ^াস, প্রাণোতোষ কুমার দাস, সোহেল রানা, ফয়সাল মাহমুদ, জুয়েল রানা, আতিকুর রহমান ফাহাদ, মামুন মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহমেদ, টুটুল হোসেন বাদশা, নাবিব নেওয়াজ জীবন, রায়হান হাসান, জোনাথন ডেভিড ব্রাউন, শাহেদুল আলম শাহেদ, সুলতান আহমেদ শাকিল, ইয়াসিন খান, এমেকা ডার্লিংটন অনুহা, তিতুমীর চৌধুরী, রুবেল মিয়া, দিদারুল আলম, আনিসুর রহমান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, নাসির উদ্দিন চৌধুরী এবং ইমতিয়াজ সুলতান জিতু।
×