ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেজিঃ কার্ডে মেয়ের স্থলে ছেলের ছবি

প্রকাশিত: ০৪:১২, ১০ মার্চ ২০১৭

রেজিঃ কার্ডে মেয়ের স্থলে ছেলের ছবি

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৯ মার্চ ॥ মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিঃ কার্ডে মেয়েদের স্থলে ছেলে শিশুর ছবি লাগানো রয়েছে। তা দেখে শিক্ষার্থীরা হতবাক। চুক্ষ চড়ক গাছ। এ ঘটনা ঘটেছে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ২২ শিক্ষার্থীর। এসব শিক্ষার্থী ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবে। বিজ্ঞান বিভাগের ছাত্রী লুৎফুন্নাহার সাদিয়া অভিযোগ করেন, তার রেজিস্ট্রেশন কার্ডে নিজের ছবির স্থলে লাগানো রয়েছে অন্য এক ছেলে শিশুর ছবি। একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে। মানবিক বিভাগের ছাত্রীর প্রবেশপত্রে বিজ্ঞান। বায়োলজির স্থলে উচ্চতর গণিত। মাগুরা সদরের স্থলে শালিখা লেখা রয়েছে। ভুলে ভরা এ ধরনের রেজিস্ট্রেশন কার্ড হাতে পেয়ে শিক্ষার্থীরা বিব্রত। ভবিষ্যত নিয়ে অভিভাবকসহ শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। কলেজের অধ্যক্ষ শাহাজ উদ্দিন জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। সাড়ে ৮ শ’ পরীক্ষার্থীর মধ্যে এ ধরনের ১৪টি রেজিস্ট্রেশন কার্ড জমা পড়েছে। যশোর শিক্ষা বোর্ডের সঙ্গে কথা হয়েছে। দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে ছবি ও বিষয় পরিবর্তন কিভাবে হলো তা খতিয়ে দেখা হচ্ছে। কম্পিউটারে প্রযুক্তিগত ভুলে কোর্ড সমস্যার কারণে এ ধরনের ভুল হতে পারে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল টাঙ্গাইলে এলজিআরডিমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৯ মার্চ ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাঙালিরা বিশ্বের বুকে মাথা উঁচু করে জায়গা করে নিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বের গুণেই এসব সম্ভব হচ্ছে। তিনি বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার নবনির্মিত উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা রাখেনÑ জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, ছানোয়ার হোসেন এমপি, মনোয়ারা বেগম এমপি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান প্রমুখ। মন্ত্রী টাঙ্গাইল জেলায় ২৮টি প্রকল্পের জন্য ২শ’ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। এর আগে মন্ত্রী এলজিআরডির অর্থায়নে ও বাস্তবায়নে ৫ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করেন।
×