ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পিডিবির লাইন পল্লী বিদ্যুতে হস্তান্তরের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০৭, ১০ মার্চ ২০১৭

পিডিবির লাইন পল্লী বিদ্যুতে হস্তান্তরের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৯ মার্চ ॥ কিশোরগঞ্জ সদরের যশোদল-বৌলাই এলাকায় পিডিবি লাইনকে পল্লী বিদ্যুতে হস্তান্তর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল সহকারে শহর প্রদক্ষিণ করে। পরে রথখোলা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তৃতা করেন এ্যাডভোকেট এনামুল হক, শহিদুল ইসলাম কিবরিয়া, ফজলুর রহমান মনির, আব্দুর রহমান ও ডাঃ জালাল মিয়া, ডাঃ দুলাল মিঞা। জানা গেছে, সদর উপজেলার যশোদল ও বৌলাই ইউনিয়নে পিডিবি বিদ্যুতের আওতায় ২০০-২৫০টি গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে শ’ শ’ হেক্টর ফসলি জমি চাষাবাদ করা হয়। তাছাড়া এখানে ছোটবড় প্রায় ২৫০ পোল্টিফার্ম গড়ে উঠাসহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ৩০ স’মিল ও ২০ রাইসমিল, ধর্মীয়সহ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোতে যশোদল ইউনিয়নের ১৩২ কেভি পিডিবি বিদ্যুতের সাব স্টেশন থেকে বিদ্যুত সরবরাহ হয়ে থাকে। কিন্তু গত ২৩ জানুয়ারি বিদ্যুত বিভাগের একটি স্মারকে সদরের যশোদল-বৌলাই-সতাল, হারুয়া-কাতিয়ারচর, গাইটাল-মুকছেদপুর, মারিয়া-স্বল্পমারিয়া-মারিয়াবিসিক, শোলাকিয়া-চরশোলাকিয়া-বাদে শোলাকিয়া, মোল্লাপাড়া-খিলপাড়া-কামালিয়ারচরসহ আরও কিছু এলাকার পিডিবি বিদ্যুতকে পল্লী বিদ্যুতে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়টি এসব এলাকার জনগণ কোনভাবেই মেনে নিতে পারছেন না। সমাবেশ থেকে একই দাবিতে আগামী ২৪ মার্চ শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে সমাবেশের ডাক দেয়া হয়েছে। নারীদের আরও মর্যাদাপূর্ণ কাজ করতে হবে ॥ মুন্সীগঞ্জে চুমকি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর ক্ষমতায়ন চাই, নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। জাতীয় সংসদে নারী সদস্য সংখ্যা বাড়াতে হবে। মার্চ মাস জাতীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এ মাসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এ মাসে দেশ স্বাধীন হয়েছে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। এ মাসেই আবার অন্তর্জাতিক নারী দিবস। তাই এ মাসের গুরুত্ব অপরিসীম। তিনি বৃহস্পতিবার দুপুরে লৌহজংয়ে ভিজিডি, মাতৃত্বভাতাভোগীদের মাঝে কার্ড বিতরণ ও দুস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি এমপি ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, নারীদের আরও মর্যাদাপূর্ণ কাজ করতে হবে। আজ বাংলাদেশের সন্তানরা বিদেশ গিয়ে শ্রম দিয়ে দেশে অর্থ পাঠাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। একদিন আসবে যখন বিদেশ থেকে এ দেশে লোক এসে কাজ করবে। লৌহজং উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপত্বি করেন লৌহজং উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ ওসমান গনি তালুকদার।
×