ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

সড়ক দুর্ঘটনা রোধে

প্রকাশিত: ০৪:২৮, ৯ মার্চ ২০১৭

সড়ক দুর্ঘটনা রোধে

বাংলাদেশের প্রেক্ষাপটে নিরাপদ সড়ক-এর কথা ভাবা যায় না। কারণ সড়ক দুর্ঘটনা এখন অনেকটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে মানুষ। আবার অনেকে পঙ্গুত্ববরণ করে বেঁচে আছেন। তাই দুর্ঘটনা এড়াতে সড়ক সংস্কার ও সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরী। এ ছাড়া চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা যেতে পারে। দুর্ঘটনা রোধে একদিকে যেমন চালককে ট্রাফিক আইন মানতে হবে, অন্যদিকে ট্রাফিক পুলিশকে তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। নানা কারণে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- অতিরিক্ত যাত্রী বোঝাই, জরাজীর্ণ রাস্তাঘাট, ত্রুটিযুক্ত যানবাহন, যাত্রীবাহী গাড়িতে মালবহন, মালবাহী গাড়িতে যাত্রীবাহন, ট্রাফিক নিয়মাবলী অমান্য করা, সড়কের ওপর দোকানপাট নির্মাণ, ইমারত নির্মাণের সামগ্রী রাখা, সড়কে গবাদিপশু গরু- ছাগলের অবাধ বিচরণ, নসিমন, করিমন জাতীয় ফিটনেসবিহীন গাড়ি চলাচল ইত্যাদি। এ দুর্ঘটনা এড়ানোর জন্য যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না হয় সেদিকে নজর দিতে হবে, জরাজীর্ণ রাস্তাঘাট মেরামত করতে হবে। ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। তবেই সড়ক দুর্ঘটনার মতো মৃত্যুকূপের ফাঁদে পড়া অগণিত মানুষকে মৃত্যুর কবল থেকে রক্ষা করা সম্ভব। আমরা আর সড়ক দুর্ঘটনা দেখতে চাই না। এ জন্য নিরাপদ সড়ক চাই, নিরাপদ রাস্তায় হাঁটতে চাই। মুলাদী, বরিশাল থেকে
×