ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীতকালীন মহড়া প্রত্যক্ষ করলেন বিমান বাহিনী প্রধান

প্রকাশিত: ০৫:২১, ৮ মার্চ ২০১৭

শীতকালীন মহড়া প্রত্যক্ষ করলেন বিমান বাহিনী প্রধান

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, মঙ্গলবার বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুতে উপস্থিত থেকে বাংলাদেশ বিমান বাহিনীর চলমান বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০১৭’ প্রত্যক্ষ করেন। এসময় বিমান বাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে বিমান বাহিনী প্রধান চট্টগ্রামে ঘাঁটি জহুরুল হক ও বরিশাল গমন করেন এবং সরেজমিনে মহড়া প্রত্যক্ষ করেন। পাঁচ দিনব্যাপী এ মহড়া আজ বুধবার সমাপ্ত হবে। গত ৪ মার্চ বিমান বাহিনীর সকল ঘাঁটি ও স্থাপনায় ‘উইনটেক্স-২০১৭’ মহড়া শুরু হয়। এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর বিদ্যমান সমরাস্ত্রের কার্যকরী যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করে এর দুর্বল দিকসমূহ নির্ণয় করতে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়। এ সকল গুরুত্বপূর্ণ সুপারিশ ভবিষ্যতে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে এবং বিমান বাহিনীর সকল যুদ্ধাস্ত্র ও জনবল যুদ্ধ প্রস্তুতি অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা উন্নয়নে বিশেষ সহায়ক হবে। মহড়াটি তিনটি ধাপে সম্পন্ন হলো- লজিস্টিক এক্সারসাইজ, কমিউনিকেশন এক্সারসাইজ ও লাইভ এক্সারসাইজ। মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশলসহ যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রুকবলিত স্থান পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার মিশনসহ সকল ধরনের কলাকৌশলের অনুশীলন করে। আকাশ যুদ্ধ ছাড়াও ভূমিতে ঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থা সংশ্লিষ্ট সকল অনুশীলন করা হয়। -আইএসপিআর
×