ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিয়ের প্রলোভনে ছাত্রীর সঙ্গে সম্পর্ক ॥ শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৪:০৬, ৮ মার্চ ২০১৭

বিয়ের প্রলোভনে ছাত্রীর সঙ্গে সম্পর্ক ॥ শিক্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৭ মার্চ ॥ শ্রীবরদীতে বিয়ের প্রলোভনে ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে তরিকুজ্জামান নামে এক লম্পট স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটিলংগরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। অন্যদিকে ওই শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে উপজেলার লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করেছে। জানা যায়, এবার এসএসসি পরীক্ষার আগে শ্রীবরদী উপজেলার লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ে কোচিং সেন্টারে ভর্তি হয় স্থানীয় ভাটিলংগরপাড়া গ্রামের ওই ছাত্রী। সেখানে তার সঙ্গে পরিচয় হয় ওই বিদ্যালয়ের বিএসসি শিক্ষক তরিকুজ্জামানের। পরে তাদের মধ্যে চলে মন দেয়া-নেয়া। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে শুরু হয় দৈহিক সম্পর্ক। এক পর্যায়ে ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকার করলে সোমবার ওই ছাত্রীর আত্মীয়-স্বজনরা ওই শিক্ষককে তাদের বাড়িতে আটক করে। এ নিয়ে চলে রাতভর সালিশ বৈঠক। অবশেষে ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তরিকুজ্জামানকে গ্রেফতার করে। কাস্টমস কর্মকর্তা কারাগারে স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ স্বর্ণ চোরাচালানে সহযোগিতার অভিযোগে চট্টগ্রামে এক কাস্টমস কর্মকর্তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আনিসুর রহমান কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা। মধ্যপ্রাচ্যের দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীকে তিনি চোরাচালানে সহায়তা দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করা এ কর্মকর্তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহে নূর। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ নবেম্বর চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে পাওয়া যায় ২৫টি স্বর্ণবার। এয়ার এরাবিয়া ফ্লাইটে এ যাত্রী এসেছিলেন মধ্যপ্রাচ্যের দোহা থেকে। এ সময় বিমানবন্দরে কর্মরত ছিলেন কাস্টমসের এআরও আনিসুর রহমান এবং সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপকের ব্যক্তিগত সহকারী মোমেন মাকসুদ। এর মধ্যে মোমেন মাকসুদের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই যাত্রীকে আটক না করে বিমানবন্দর ত্যাগের সুযোগ দিয়েছিলেন। এ ব্যাপারে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
×