ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় সড়কে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশিত: ০৪:০২, ৮ মার্চ ২০১৭

গাইবান্ধায় সড়কে প্রাণ গেল স্কুলছাত্রের

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৭ মার্চ ॥ গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে মঙ্গলবার দুপুরে ধোপাডাঙ্গা বাজার এলাকায় ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিক্সার সংঘর্ষে স্কুলছাত্র আপেল মহন্ত (১৫) নিহত হয়েছে। আপেল মহন্ত পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলার ওই ইউনিয়নের উত্তর কেশালিডাঙ্গা গ্রামের সুজন মহন্তের ছেলে। সে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিরা কারিগরি স্কুলের নবম শ্রেণীর ছাত্র। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে অটোরিক্সাযোগে আপেল মহন্ত গাইবান্ধা শহরে যাচ্ছিল। পথে ধোপাডাঙ্গা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। ফলে অটোরিক্সা আরোহী ভেতর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সীতাকু-ে যুবক নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, সীতাকু-ে সড়কে চলন্ত বাস থেকে পড়ে অজ্ঞাতনামা (২৭) এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলাধীন কুমিরা এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। কক্সবাজারে ৩০ পর্যটক আহত স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, উখিয়ার বালুখালী কাস্টমস এলাকায় টেকনাফগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে ৩০ জন পর্যটক আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটকবাহী স্পেশাল সার্ভিসের একটি বাস বালুখালী কাস্টমের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
×