ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষমতাসীনদের অধীনে বিএনপিকে নির্বাচনে যেতে বাধ্য করার ষড়যন্ত্র হচ্ছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:৩৮, ৭ মার্চ ২০১৭

ক্ষমতাসীনদের অধীনে বিএনপিকে নির্বাচনে যেতে বাধ্য করার ষড়যন্ত্র হচ্ছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ক্ষমতাসীনদের অধীনে বিএনপিকে নির্বাচনে যেতে বাধ্য করার গভীর ষড়যন্ত্র হচ্ছে। মূলত নিবন্ধন বাতিলের আইনের কথা বলে ছলচাতুরির মাধ্যমে এই ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নির্বাচন নয়। সরকার একই কায়দায় ছলচাতুরি করে, প্রতারণা করে গোল করতে চায়। কিন্তু তা এত সহজ নয় উল্লেখ করেন। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ওই আলোচনার আয়োজন করে। তিনি আরও বলেন, দেশে নির্বাচন নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে ত পত্রিকা খুললেই বোঝা যায়। পত্রিকায় লেখা হচ্ছে নিবন্ধন রক্ষায় বিএনপি নির্বাচনে আসতেই হবে। এটা একটা গভীর ষড়যন্ত্র উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাধারণ মানুষের পক্ষে ও ন্যায় বিচারের পক্ষে যে আন্দোলন করা হয় সেটা কখনও বিশৃঙ্খলা নয়। মানুষের অধিকার আদায়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি না করলে অধিকার আদায় করা যায় না। আর সেই আন্দোলন হয় গণতন্ত্রের আন্দোলন ও মুক্তিকামী মানুষের আন্দোলন। বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, ‘তারেক রহমানকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল তার বিরুদ্ধে অনেক তদন্ত হয়েছে। আন্তর্জাতিকভাবেও তদন্ত হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে সরকার কোন অভিযোগই প্রমাণ করতে পারেনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, কামরুজ্জামান রতন, অধ্যাপক ওবায়দুল ইসলাম, কায়সার কামাল, শহীদুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
×