ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীর কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণে শ্লথগতি, নেপথ্যে সেই লিয়াকত

প্রকাশিত: ০৫:৪৪, ৭ মার্চ ২০১৭

বাঁশখালীর কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণে শ্লথগতি, নেপথ্যে সেই লিয়াকত

জোবাইর চৌধুরী, বাঁশখালী থেকে ॥ দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ও চায়না সেফকোর দুটি কোম্পানির যৌথ উদ্যোগে বেসরকারী পর্যায়ে সর্ববৃহৎ প্রকল্প বাঁশখালীর কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণে অশুভ ছায়া নেমে এসেছে। এই প্রকল্প নির্মাণের পেছনে বাধা হয়ে দাঁড়িয়েছে ৫ খুনের মামলার প্রধান আসামি সেই আলোচিত বিএনপি নেতা লেয়াকত। তাছাড়া বিভিন্ন কারণে প্রকল্পের নির্মাণকাজ স্বাভাবিকতা হারাচ্ছে। প্রকল্প নির্মাণকাজের পূর্বে জমি ক্রয়ের ক্ষেত্রে এস আলম গ্রুপের পক্ষ থেকে প্রধান সমন্বয়কারী ছিলেন নাছির উদ্দিন। জমি ক্রয়ের সম্পূর্ণ টাকা মালিকরা না পাওয়ায় নির্মাণকাজে বাধা সৃষ্টি করছে জমিদাতারাও। তাছাড়া দীর্ঘদিন থেকে জমির মালিক বা সমন্বয়কারী নাছিরকে প্রকল্প কার্যালয়ে না পেয়ে তাদের প্রাপ্য পাওনা বুঝে পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন। এদিকে ২ ফেব্রুয়ারি বাংলাদেশ নৌবাহিনী কয়লা বিদ্যুত প্রকল্পের কাজের তদারকির ভার নিয়ে সুষ্ঠুভাবে প্রকল্প নির্মাণের লক্ষ্যে গ-ামারাবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিএনপি নেতা লেয়াকত আলীকেও সঙ্গে নিয়ে সমন্বয় সভার আয়োজন করেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ওইদিন সমাবেশস্থলে লেয়াকত আলী উপস্থিত হলে স্থানীয় জনতা ও লেয়াকত আলীর বাহিনীর মধ্যে বাগ্বিত-ার। একপর্যায়ে লেয়াকত বাহিনীর লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাধারণ জনগণের ওপর হামলা চালায়। হামলায় মোহাম্মদ আলী নামে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়। ঘটনার পরদিন পুলিশ বাদী অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি দেখিয়ে মামলা রুজু করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লেয়াকত আলীকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ এজাহার নিয়ে থানায় গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। থানায় মামলা না নেয়ায় নিহতের স্ত্রী রুমি আক্তার চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। অপরদিকে একই ঘটনায় ৫ খুনের আসামি বিএনপি নেতা লেয়াকতও একই আদালতে একটি মামলা করেছে। এক খুনে তিন মামলার বিষয়ে সত্যতা স্বীকার করে সোমবার (৬ মার্চ) থানার ওসি আলমগীর হোসেন জনকণ্ঠকে বলেন, ঘটনার পরদিন পুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাছাড়া নিহতের পরিবার ও লেয়াকত আলীর দায়ের করা মামলা দুটি থানার মামলার সঙ্গে সম্পৃক্ত করে তদন্তের জন্য নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত। ৩ মামলায় কোন আসামি গ্রেফতার আছে কি না, জানতে চাইলে তিনি জানান গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। কয়লা বিদ্যুত প্রকল্প নির্মাণে গ-ামারাসহ বাঁশখালীর অধিকাংশ মানুষ অর্থনৈতিকভাবে বাঁশখালীতে উন্নয়নের ছোঁয়া লাগবে বলে মন্তব্য করলেও কিছু সংখ্যক দেশ ও দেশের উন্নয়নবিরোধী কুচক্রী মহল এই প্রকল্প বানচাল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, প্রায় ২৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩২০ মেগাওয়াট সম্পন্ন দুটি কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রের নির্মাণকাজ হাতে নিয়েছে এস আলম গ্রুপ ও চায়না কোম্পানি। কিছু অনিয়মের কারণে কাজ ধীরগতিতে চলছে।
×