ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুইয়ে টটেনহ্যাম তিনে ম্যানসিটি

প্রকাশিত: ০৫:৩১, ৭ মার্চ ২০১৭

দুইয়ে টটেনহ্যাম তিনে ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ জয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম হটস্পার। আর সার্জিও এ্যাগুয়েরোর নৈপুণ্যে জয় নিয়ে তিন নম্বরে জায়গা হয়েছে ম্যানচেস্টার সিটির। রবিবার রাতে টটেনহ্যাম ৩-২ গোলে হারিয়েছে এভারটনকে। স্পার্সদের হয়ে জোড়া গোল করেন তুখোড় ফর্মে থাকা হ্যারি কেন। এ্যাওয়ে ম্যাচে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। সিটির হয়ে এ্যাগুয়েরো ছাড়াও গোল করেন লেরয় সানে। বর্তমানে ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানসিটি। সোমবারের ম্যাচের আগে ৬৩ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে চেলসি। অনেক দিন ধরেই নিজের ছায়া হয়ে ছিলেন এ্যাগুয়েরো। টানা ছয় ম্যাচে গোলশূন্য থাকার পর ইউরোপিয়ান লীগে মোনাকোর বিপক্ষে জোড়া গোল দিয়ে ফর্মে ফেরেন তিনি। পরের ম্যাচে আবার জোড়া গোল করেন এই স্ট্রাইকার। এবার সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করে দলকে জিতিয়েছেন। সান্ডারল্যান্ডের বিপক্ষে ৪২ মিনিটে আর্জেন্টাইন তারকার গোলেই এগিয়ে যায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে লেরয় সানের গোলে পেপ গার্ডিওলার দলের জয় নিশ্চিত হয়। এই গোল দিয়েই প্রিমিয়ার লীগে ৫০ এ্যাওয়ে গোল করার দারুণ রেকর্ড গড়েন আর্জেন্টাইন তারকা। প্রতিপক্ষের মাঠে ২০টির বেশি গোল করেছেন এমন তালিকায় ২১তম অবস্থানে আছেন তিনি। এ্যাগুয়েরো খুব তাড়াতাড়ি তালিকার আরও ওপরে চলে আসবেন, সেটা একপ্রকার নিশ্চিত। অবাক করা বিষয় হচ্ছে, সব লীগ মিলিয়ে গত দুই সপ্তাহে খুব বেশি ব্যস্ত থাকতে হচ্ছে সিটিকে। ইংলিশ এফএ কাপে গত বুধবারই হাডার্সফিল্ডকে ৫-১ গোলে হারিয়েছে তারা। কিন্তু সেই জয়টা উপভোগ করার সময় কোথায়। আবারও লীগে খেলতে হয়েছে সান্ডারল্যান্ডের বিপক্ষে। এরপর আগামী শনিবার আবার প্রতিপক্ষ স্টোক সিটি, এর তিন দিন পর এফএ কাপে আবার মিডলসবরোর বিপক্ষে ম্যাচ। এখানেই শেষ নয়, এরও চারদিন পর আবার চ্যাম্পিয়ন্স লীগে প্রতিপক্ষ মোনাকো। সব মিলিয়ে মার্চের প্রথম ১৫ দিনে পাঁচটা ম্যাচ সিটির। খেলোয়াড়েরা তো অবশ্যই, কোচেরও ক্লান্ত হয়ে যাওয়ার কথা। এমন ব্যস্ত সূচীতে সেরাটা দেয়া কঠিন বৈকী। কিন্তু সিটি কোচ গার্ডিওলার এ নিয়ে কোন অভিযোগ নেই। গার্ডিওলা এ প্রসঙ্গে বলেন, আমার ভালই লাগছে। টুর্নামেন্টের বাইরে চলে যাওয়ার চেয়ে টিকে থাকাটাই আমার বেশি পছন্দের। সূচী নিয়ে চিন্তাভাবনার দায়িত্ব কর্তৃপক্ষের হাতে ছেড়ে দিয়ে সাবেক বার্সা বস বলেন, আসলে এসব নিয়মকানুন বা কে কয়টা ম্যাচ খেলবে, এসব নিয়ে আলোচনা করার সঠিক লোক আমি নই।
×