ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চসিকের স্টোরের বিন ভাঙ্গারির দোকানে!

প্রকাশিত: ০৪:৫৮, ৭ মার্চ ২০১৭

চসিকের স্টোরের বিন ভাঙ্গারির দোকানে!

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ডোর টু ডোর আবর্জনা সংগ্রহের চার শতাধিক বিন পাওয়া গেছে ভাঙ্গারির দোকানে। গৃহস্থালির বর্জ্য অপসারণের জন্য বিনামূল্যে সরবরাহ করা বিনগুলো রবিবার গভীর রাতে উদ্ধার করা হয় নগরীর ষোলশহর ওয়ার্ডের রৌফাবাদ এলাকার দোকান থেকে। চসিকের ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী এগুলো উদ্ধার করেন। চসিক সূত্রে জানা যায়, গুদাম থেকে উদ্ধার প্লাস্টিকের ৪১৬টি বিন। এগুলোর সাগরিকায় চসিকের স্টোর রুমে পাঠিয়ে দেয়া হয়েছে। শহীদ নামের ফেরিওয়ালা এগুলো বিক্রির জন্য দোকানটিতে দিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে শহীদ জানিয়েছেন, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড এলাকা থেকে তিনি বিনগুলো সংগ্রহ করেছেন প্রতিটি ২৮ টাকা করে। কোন বাড়ি থেকে এগুলো সংগ্রহ করা হয়নি বলে জানান ফেরিওয়ালা। বিনগুলো দেখতেও নতুন, যা ব্যবহারের জন্য বিতরণ করা হয়নি। চসিক কাউন্সিলর মোবারক আলী জানান, ফেরিওয়ালা শহীদকে আটক করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন যে, এ বিনগুলোতে কিছু সমস্যা ছিল, যার ফলে বিতরণ করা যায়নি। এর কোনটিতেই ঢাকনা নেই, কোনটির তলা ভাঙ্গা এবং ত্রুটিযুক্ত। ফলে বিনামূল্যে বিতরণ না করে এগুলো স্টোরে পাঠিয়ে দেয়া হয়েছিল। এগুলো কিভাবে ভাঙ্গারির দোকানে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি চসিক মেয়রকে জানানো হয়েছে। মেয়র আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
×