ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিনের জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:৪৫, ৭ মার্চ ২০১৭

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিনের জন্মবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মবার্ষিকী আজ। বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে ১৯৪৯ সালের ৭ মার্চ জন্মগ্রহণ করেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার বাবা মোতালেব হাওলাদার ছিলেন কৃষক, মা সাফিয়া বেগম ছিলেন গৃহিণী। বাবা আর্থিক দৈন্যের কারণে মাত্র সাড়ে তিন বছর বয়সে মুলাদী উপজেলার পাতারচর গ্রামে মামা বাড়িতে থেকে ১৯৫৩ সালে শিক্ষাজীবনের সূচনা করেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে তিনি যোগদান করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বন্দীত্বের নাগপাশ ছিন্ন করে এসে তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ৭নং সেক্টরের মুক্তিবাহিনীর অধিনায়ক হিসেবে যুদ্ধ পরিচালনা করেন। ১৪ ডিসেম্বর প্রত্যুষে রেহাইচরের মধ্য দিয়ে মহানন্দা নদ পার হওয়ার পর পাকসেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন।
×