ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে দুদক কমিশনার

প্রকাশিত: ০৪:০০, ৬ মার্চ ২০১৭

টেকনাফে দুদক কমিশনার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেছেন, যারা ইয়াবা ব্যবসা করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, তাদের তালিকা করা হচ্ছে। তাদের আইনের আওতায় আনা হবে। শুধু দুদকের পক্ষে দুর্নীতি কমানো সম্ভব নয় উল্লেখ করে তিনি দুর্নীতির বিরুদ্ধে জনবান্ধব সমাজ গড়ে তোলার আহ্বান জানান। রবিবার সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে দেশ গড়ার প্রয়োজনে দুর্নীতি রুখব সর্বজনে সেøাগানে উপজেলা পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলম। দুদক কমিশনার বলেন, টেকনাফে যারা দুর্নীতিবাজ রয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। আমরা সম্পূর্ণরূপে দুর্নীতি বন্ধ করতে না পারলেও দুর্নীতি কমানোর চেষ্টা করে যাচ্ছি।
×