ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে কর্মসৃজনের শ্রমিক দিয়ে স্কুলের জায়গা দখল

প্রকাশিত: ০৪:১৫, ৫ মার্চ ২০১৭

নাটোরে কর্মসৃজনের শ্রমিক দিয়ে স্কুলের জায়গা দখল

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৪ মার্চ ॥ নলডাঙ্গায় স্কুলের জায়গা দখল করে কর্মসৃজন কর্মসূচীর শ্রমিকদের দিয়ে স্থানীয় যুবলীগের কার্যালয় নির্মাণ করা হচ্ছে। গত দুই দিন ধরে কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে যুবলীগের নেতা-কর্মীরা। তবে সরকার দলীয় সমর্থক হওয়ায় প্রশাসনের কাছে কেউ অভিযোগ দিতে সাহস পাচ্ছে না। শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পূর্বদিকে কালিগঞ্জ সেতু সংলগ্ন প্রায় এক বিঘা জমির মাটি ভরাটের কাজ করছে ৪৫ নারী শ্রমিক। তারা সবাই সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচীর শ্রমিক। পিপরুল ইউনিয়ন পরিষদ থেকে তাঁদের এই কাজে নিয়োগ দেয়া হয়েছে বলে শ্রমিকরা জানায়। তাদের পাশাপাশি রাজমিস্ত্রিরাও রড সিমেন্টের খুঁটি তৈরির কাজ করছিল। দলীয় কার্যালয় নির্মাণের মূল উদ্যোক্তা দাবি করে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ জানান, তারা আশপাশের বিভিন্ন জমিতে অফিস নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু বিদ্যালয়ের বাধার মুখে তা করতে পারেননি। অবশেষে এমপি সাহেব নদীর এই জায়গাতে ঘর করতে বলেছেন। তাছাড়া স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসী এখানে ঘর নির্মাণ করার লিখিত সিদ্ধান্ত দিয়েছেন। এসএসসি পরীক্ষার্থী আদিল হত্যাকারীর দ্রুত বিচার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থী ওয়াসিনুর আদিল হত্যাকারীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সোচ্চার রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবারও এ দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে অংশ নেয় আদিলের সহপাঠী ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে আয়োজিত হয় এ কর্মসূচীর। এতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার- ফেস্টুনে হত্যাকারীদের বিচার দাবি করে। কর্মসূচীতে সংহতি প্রকাশ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মীরাও। কালাইয়ে অপহরণের পর শিশু হত্যা নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৪ মার্চ ॥ শুক্রবার অপহৃত সাত বছরের শিশু শুভ’র লাশ শনিবার সকালে প্রতিবেশীর খড়ের পালার (গাদার) ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধারের পর মর্গে পাঠিয়েছে। শুভ কালাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের আব্দুল গফুরের সন্তান। সে কালাইয়ের কাকলি শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১ থেকে ৩টার মধ্যে শিশু শুভকে অপহরণ করা হয়। রাতে শুভ’র বাবা আব্দুল গফুর থানায় মামলা করেন। পুরস্কার বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের সূচনা হয়। দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী। কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর রাসেদা খাতুন, প্রফেসর ওবায়দুল কাদের মিয়াজী। বার্ষিক ক্রীড়ায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মাদক বিক্রেতাকে অনুদান নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৪ মার্চ ॥ চিহ্নিত এক মাদক বিক্রেতাকে সরকার দলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী নিজ হাতে আর্থিক অনুদান দিয়েছেন। শনিবার সকালে চট্টগ্রামের পটিয়া থানায় মাদক সম্রাট রাজু কর (৪০) আত্মসর্মপণ করতে এলে সংসদ সদস্য তাকে ২০ হাজার টাকা প্রদান করেন। দীর্ঘ ১০-১২ বছর ধরে সে চোলাই মদসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। হাইদ গাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিএম জসিম উদ্দিনের সহযোগিতায় মাদক স¤্রাট রাজু অবশেষে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফেরেন।
×