ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ প্রোভিসি ডাঃ শারফুদ্দিনের আন্তর্জাতিক এ্যাওয়ার্ড লাভ

প্রকাশিত: ০৪:১১, ৫ মার্চ ২০১৭

 বিএসএমএমইউ প্রোভিসি ডাঃ শারফুদ্দিনের আন্তর্জাতিক এ্যাওয়ার্ড লাভ

স্টাফ রিপোর্টার ॥ এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলে মানুষের চক্ষুরোগ নিরাময়, অন্ধত্বমোচন ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আন্তর্জাতিক এ্যাওয়ার্ড লাভ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। এ্যাওয়ার্ডটির নাম ‘আউট স্টান্ডিং সার্ভিস ইন প্রিভেনশন অব ব্লাইন্ডনেস এ্যাওয়ার্ডস’। শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুরে এশিয়া প্যাসেফিক একাডেমি অব অফথালমোলজি এর ৩২তম কংগ্রেসে তাঁকে এই এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। শনিবার পাঠানো বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ বর্তমানে উপ-উপাচার্যের দায়িত্ব পালনের পাশাপাশি কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ এ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ ২০১৫ সালে অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৫৬ সালের ৭ অক্টোবর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অন্তর্গত খায়েরহাট গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম আলহাজ শামসুদ্দিন আহমেদ ও হোসনেয়ারা বেগমের তৃতীয় সন্তান। তিনি ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারী শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। সার্ক আবহাওয়া কেন্দ্রের বেকার ২৬ কর্মকর্তা কর্মচারীর মানবেতর জীবন বিশেষ প্রতিনিধি ॥ ঢাকার সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়া ২৬ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন পদে আত্মীকরণ আটকে রেখেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা। বেকার হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে তারা চরম অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন। এমনকি দুশ্চিন্তায় এদের কেউ কেউ স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। শেরেবাংলা নগরে সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রটি (এম এম আর সি) ১৯৯৫ সালে স্থাপিত হওয়ার পর থেকে এটি আবহাওয়া, জলবায়ু এবং সংশ্লিষ্ট বিষয়ে নিবিড় গবেষণামূলক কার্যক্রম পরিচালিত করে আসছিল। এই সেক্টরে ইতোমধ্যে তারা অনেক অবদানও রেখেছে। মুক্তির আনন্দ ইরাকের মসুল শহর থেকে আইএসের ভয়ে পালিয়েছিল এই পরিবার। সম্প্রতি আইএসমুক্ত হয় শহরটি। এই খবরে নিজ সন্তানকে পিঠে নিয়ে দীর্ঘদিন পর বাড়ি ফিরছেন এই মা। -এএফপি কৃত্রিম জীবন খুব শীঘ্রই কৃত্রিম উপায়ে মানুষের জন্ম দেয়া সম্ভব হবে বলে বিজ্ঞানীরা আশা করছেন। শুধুমাত্র স্টেম সেল ব্যবহার করে এই প্রথম ইঁদুরের ভ্রƒণ তৈরিতে সাফল্যের পর বিজ্ঞানীদের মধ্যে এই বিশ্বাস আরও বেড়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণাগারে এই ভ্রƒণটি তৈরি করেছেন।-বিবিসি
×