ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যৌন লাঞ্ছনার অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় এ্যাথলেট গ্রেফতার

প্রকাশিত: ০৮:১৫, ৪ মার্চ ২০১৭

যৌন লাঞ্ছনার অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয়  এ্যাথলেট গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের এক শহরে যে দুই ভারতীয় এ্যাথলেটকে বিপুল সংবর্ধনা দিয়ে বরণ করা হয়েছিল, তাদের একজনকে এখন পুলিশ গ্রেফতার করেছে এক শিশুকে যৌন লাঞ্ছনার অভিযোগে। খবর বিবিসি বাংলার। ভারত শাসিত কাশ্মীরের দুই এ্যাথলেট তানভীর হুসেইন এবং আবিদ খান যখন ওয়ার্ল্ড স্নোশু চ্যাম্পিয়নশীপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন, তখন তাদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়। তখন নিউইয়র্ক অঙ্গরাজ্যের ছোট্ট শহর সারানাক লেক তাদের পক্ষে দঁাঁড়ায়। শহরের মেয়র থেকে শুরু করে স্কুলের ছাত্র-ছাত্রীরা পর্যন্ত চিঠি লিখে এবং নানা প্রচারণা চালিয়ে তাদের ভিসা দেয়ার পক্ষে জনমত গড়ে তোলে। এমনকি দুজন সিনেটর পর্যন্ত এই দুই ভারতীয় এ্যাথলেটকে ভিসা দেয়ার পক্ষে দাঁড়ান। শেষ পর্যন্ত তানভীর হুসেইন এবং আবিদ খান যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পান। তারা যখন সারানাক লেক শহরে পৌঁছান সেখানে তাদের বিপুল সংবর্ধনা দেয়া হয়। কিন্তু দুই এ্যাথলেটের একজন তানভীর হুসেইনকে এখন গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে এক শিশুর ওপর যৌন লাঞ্ছনার অভিযোগে। সারানাক লেক শহরের পুলিশ বিভাগ জানিয়েছেন, মিস্টার হুসেইনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি ১২ বছরের এক মেয়েকে চুমু খেয়েছিলেন।
×