ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে যাত্রীর ছুরির আঘাতে নিরাপত্তাকর্মী আহত

প্রকাশিত: ০৫:৪৫, ৪ মার্চ ২০১৭

শাহজালালে যাত্রীর ছুরির আঘাতে নিরাপত্তাকর্মী আহত

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ছুরির আঘাতে একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহত নিরাপত্তাকর্মীর নাম মাজেদুল ইসলাম। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের ৪নং বহির্গমন ফটকে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশেদা সুলতানা জানান, সকালে ৪নং গেটের কাছাকাছি স্ক্যানারের পাশে এ ঘটনা ঘটে। আবু মোকাররম নামের একজন যাত্রীর ব্যাগ চেক করার সময় ধারালো অস্ত্র থাকার সন্দেহে কর্তব্যরত নিরাপত্তাকর্মী মাজেদুল ইসলাম তাকে থামায়। এ সময় মোকাররম ব্যাগ থেকে ছুরিটি বের করে দিতে অনীহা প্রকাশ করে। একপর্যায়ে পীড়াপীড়ি করলে তিনি ছুরি বের করে মাজেদুল ইসলামের প্রতি ছুড়ে মারে। এতে তার হাত কেটে যায়। এ সময় অন্য নিরাপত্তাকর্মীরা ছুটে এলে মোকাররম আবারও ওই ছুরি হাতে নিয়ে তাকে আবারও চরম ক্ষুব্ধ হয়ে মারতে উদ্যত হয়। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেলায় আর কোন ধরনের নাশকতা করতে পারেনি সে। জানা যায়, মোকাররমকে আটকের পর আর্মড পুলিশে সোপর্দ করা হয়। পরে সেখান থেকে বিমানবন্দর থানায় পাঠানো হয়। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।
×