ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আমি মন্ত্রীর কাছের লোক ॥ আমি যা করি বুঝে শুনেই করি’

প্রকাশিত: ০৪:২৮, ৪ মার্চ ২০১৭

‘আমি মন্ত্রীর কাছের লোক ॥ আমি যা করি বুঝে শুনেই করি’

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শাসক দলের নেতা ইউপি চেয়ারম্যান এবার বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে দখল করলেন সরকারী জমি। এলাকাবাসী জানান, চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের ভেলামতি নদীর ধারে প্রায় তিন একর সম্পত্তি স্থানীয়রা চাষাবাদ করে আসছে। এক মাস আগে ওই জমিতে ‘বঙ্গবন্ধু যুব উন্নয়ন ক্লাব’ নামের সাইনবোর্ড টাঙ্গিয়ে দখল করেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর এ কালাম ও তার সাথীরা। চাটাইয়ের ঘর তুলে সেই জমিতে আর কেউ যাতে চাষাবাদ করতে না পারে, সে জন্য তিনি হুমকি দিয়ে গেছেন। দখল সেই সম্পত্তি দেখভাল করছেন চেয়ারম্যানের শ্বশুর মোজাহার হোসেন, তাজুল ইসলাম, তৈয়বুর রহমানসহ তার সাথীরা। শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, ভেলামতি নদীর ধারে সরকারী খাস সম্পত্তির এক কোণে চাটাই দিয়ে ঘর তৈরি করা হয়েছে। সেখানে টাঙ্গানো সাইনবোর্ডে লেখা রয়েছে ‘বঙ্গবন্ধু যুব উন্নয়ন ক্লাব’। এ বিষয়ে এলাকার আবদুল জব্বার জানান, যে জমিটি দখল করা হয়েছে, ওই জমির মধ্যে ৭৪ শতাংশ জমি তিনি চাষাবাদ করে আসছেন পাকিস্তান আমল থেকে। এর খাজনা-খারিজও তিনি করে আসছেন। সম্প্রতি ওই জমিটি লিজ নেয়ার প্রক্রিয়ার বিভিন্ন সরকারী দফতরে গেছেন তিনি। ওই জমিটি সরকারী খাস সম্পত্তি জানার পরপরই চেয়ারম্যানের লোকজন সেটি দখল করে ক্লাব তৈরি করেছে। এদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন লোকজনের জমি দখল করার অভিযোগও রয়েছে। নদীর পাশের নদীর দোলা গ্রামের আবু তাহের জানান, সম্প্রতি চেয়ারম্যানের শ্বশুর মোজাহার হোসেন তার বাড়ির সামনের ২ শতক জমি দখলের চেষ্টা করে। বাধা দেয়ার পরও তার বাড়ির সামনের বেড়া ভেঙ্গে দিয়ে দখল করে নেয়া হয়েছে জমিটুকু। হুমকি দেয়া হয়েছে এলাকা ছাড়ার। এই ঘটনায় চেয়ারম্যানও তাকে হুমকি দিয়েছেন। হুমকির ভয়ে তিনি থানায় গিয়ে অভিযোগ দেয়ার সাহস পাচ্ছেন না। একই এলাকার আবদুল হান্নান জানান, তারও বাড়ির জায়গা দখল করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি ও তার ছেলেরা এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করেছেন। প্রতিবাদ করায় চেয়ারম্যান দাপট খাটিয়ে তার বাড়িতে বিদ্যুতের লাইন দিতে দেয়নি। পুনট্টি ইউনিয়নের মেম্বার (সদস্য) আবদুল ওহাব জানান, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমরা দেখছিলাম। কিন্তু হঠাৎ করে চেয়ারম্যান তার লোকজনদের দিয়ে জায়গা-জমি দখলের পাঁয়তারা শুরু করেছেন। এ ব্যাপারে পুনট্টি ইউপি চেয়ারম্যান নুর এ কালাম বলেন, আমি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও মন্ত্রীর কাছের লোক। আমি যা করি বুঝে শুনেই করি। বঙ্গবন্ধুর নামে যে ক্লাবটি করা হয়েছে, তার নাম পরিবর্তন করা হবে। রাস্তা নিয়ে বিবাদ চলছিল, তাই সরকারী খাস সম্পত্তিতে রাস্তা করা হয়েছে। এখানে আমার শ্বশুর বলে কথা নয়, সবার জন্যই আমি চেয়ারম্যান। তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় বলে জানান।
×