ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছয় মাস পর শীর্ষে ফিরল বার্সিলোনা

প্রকাশিত: ০৫:৫০, ৩ মার্চ ২০১৭

ছয় মাস পর শীর্ষে ফিরল বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ আচমকাই আকাশ থেকে পতন হয়েছে রিয়াল মাদ্রিদের। সর্বশেষ তিন ম্যাচে একটি হার ও ড্রয়ে শীর্ষস্থান হারিয়েছে গ্যালাক্টিকোরা। সুযোগটি ভালমতোই কাজে লাগিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা। রোনাল্ডো, বেল-বেনজামাদের ব্যর্থতায় দীর্ঘ ছয় মাস পর স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছেন মেসি-নেইমার-সুয়ারেজরা। বুধবার রাতে মাঠে নেমেছিল দু’দলই। ঘরের মাঠ ন্যুক্যাম্পে স্পোর্র্টিং গিজনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সিলোনা। ন্যুক্যাম্পে কাতালানদের হয়ে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। একটি করে গোল করেন লিওনেল মেসি, পাকো আলকাসার, নেইমার ও ইভান রাকিটিচ। এরপর নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে লাস পালমাসের বিরুদ্ধে মাঠে নামে রিয়াল। ঘটনাবহুল ম্যাচটি কোনরকমে ৩-৩ গোলে ড্র করে ইজ্জত রক্ষা করেছে গ্যালাক্টিকোরা। দ্বিতীয়ার্ধের শুরুতে গ্যারেথ বেলের লালকার্ডের সুযোগে ৩-১ গোলে এগিয়ে যায় অতিথিরা। এরপর শেষ তিন মিনিটে জোড়া গোল করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের মান বাঁচান ড্র পাইয়ে দেন সুপারস্টার রোনাল্ডো। কিন্তু যা সর্বনাশ হওয়ার তা হয়েই গেছে। এই ড্রতে রিয়ালকে টপকে ছয় মাস পর তালিকার শীর্ষে উঠে গেছে বার্সা। যদিও একটি ম্যাচ বেশি খেলেছে কাতালানরা। বর্তমানে ২৫ ম্যাচে বার্সার সংগ্রহ সর্বোচ্চ ৫৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দুইয়ে নেমে যাওয়া রিয়ালের ভা-ারে জমা ৫৬ পয়েন্ট। ৫২ পয়েন্ট নিয়ে সেভিয়া তিনে। হঠাৎ করেই টালমাটাল অবস্থার মধ্যে পড়েছে রিয়াল। গত ২২ ফেব্রুয়ারি হার মানে ভ্যালেন্সিয়ার কাছে। পরের সপ্তাহে ভিয়ারিয়ালের বিরুদ্ধে কোনরকম জয়। এবার লাস পালমাসের বিরুদ্ধে আবারও ধাক্কা। মাঝারি সারির ক্লাব পালমাসের কাছে হারতেই বসেছিল রিয়াল। ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ৩-১ গোলের ব্যবধানে। একেবারে শেষ মুহূর্তে জোড়া গোল করে দলকে কোনমতে হারের লজ্জা থেকে বাঁচিয়েছেন এ সময়ের অন্যতম সেরা রোনাল্ডো। ৮৬ মিনিটে নিজের প্রথম গোলটি রোনাল্ডো করেন পেনাল্টি থেকে। আর ৮৯ মিনিটে জেমস রড্রিগুয়েজের দুর্দান্ত এক কর্নার কিকে মাথা ছুঁইয়ে রিয়ালকে সমতায় ফেরান সি আর সেভেন। রিয়ালের দুর্দশার অন্যতম প্রধান কারণ গ্যারেথ বেলের লালকার্ড। ৪৭ মিনিটে সরাসরি লালকার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় ওয়েলসের এই ফরোয়ার্ডকে। সেই সুযোগ কাজে লাগিয়ে ৫৬ ও ৫৯ মিনিটে রিয়ালের জালে দুইবার বল জড়ায় পালমাস। গোল করেন ভিয়েরা ও বোয়েটেং। এর আগে প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলের সমতা নিয়ে। ৮ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন রিয়ালের ইস্কো। দুই মিনিট পরই গোলটি শোধ করে খেলায় সমতা ফেরান লাস পালমাসের মিডফিল্ডার পেদ্রো টাউনাসু। ম্যাচ শেষে রিয়াল কোচ জিদান বলেন, আমরা শীর্ষে নই, কিন্তু লীগ এখনও উন্মুক্ত আছে। আমরা এখনই আশা ছেড়ে দিচ্ছি না। ম্যাচে জয় না পেলেও বার্সিলোনার ৭৩ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে দিয়েছে রিয়াল। টানা ৪৫টি অফিসিয়াল ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। ১৯৪২ থেকে ১৯৪৪ এ সময়ে টানা গোল করার রেকর্ড গড়েছিল বার্সা। দীর্ঘ সময় পর সেটি এখন রিয়ালের কব্জায়। এখনও রেলিগেশন খরায় থাকা স্পোর্টিংয়ের বিরুদ্ধে বার্সা যেন একটু বেশিই নির্দয় ছিল। ৯ মিনিটে মেসির গোলে গোলোৎসবের শুরু। চলতি মৌসুমে আর্জেন্টাইন তারকার এটি ৩৬তম গোল। দুই মিনিট পর সুয়ারেজ ব্যবধান দ্বিগুণ করেন। ২১ মিনিটে সফরকারীদের পক্ষে একটি গোল শোধ করেন কার্লোস ক্যাস্ট্রো। তবে ২৭ মিনিটে সুয়ারেজের দুর্দান্ত ভলিতে দুই গোলে এগিয়ে যায় বার্সিলোনা। দ্বিতীয়ার্ধে সুয়ারেজের পরিবর্তে মাঠে নামা পাকো আলকাসার নিজেকে প্রমাণের সুযোগ হাতছাড়া করেননি। মেসির সহায়তায় ৪৯ মিনিটে বার্সিলোনর পক্ষে চতুর্থ গোল করেন এই স্প্যানিশ স্ট্রাইকার। ৬১ মিনিটে আন্দ্রে গোমেজের জন্য জায়গা ছেড়ে দেবার আগে নিজের ট্রেডমার্ক ফ্রিকিক দিয়ে দ্বিতীয় গোল প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু বাদ সাধে ক্রসবার। মেসির অনুপস্থিতিতে ফ্রিকিকের দায়িত্ব নেন নেইমার। আর সেই ফ্রিকিক দিয়েই ৬৫ মিনিটে ন্যুক্যাম্পে এবারের মৌসুমে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ শেষের তিন মিনিট আগে দলের পক্ষে ছয় নম্বর গোল করেন ক্রোয়েট মিডফিল্ডার রাকিটিচ।
×