ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫২, ৩ মার্চ ২০১৭

টুকরো খবর

নববধূ হত্যার প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২ মার্চ ॥ নববধূ রোদেলা হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে। কর্মসূচীতে বক্তারা অবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সকাল ১০টায় শহরের পূর্বখাবাসপুরের সরকারী সারদী সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজ রোডে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেন। ১১টায় আলীপুর সাজেদা কবিরউদ্দিন পৌর মহিলা কলেজ এন্ড স্কুলের শিক্ষার্থীরা পৃথক একই ধরনের কর্মসূচী পালন করেন। সেখানে বক্তব্য রাখেন আলীপুর এলাকার ব্যবসায়ী নাসির খান দুলাল, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজমল হোসেন (ছোট আজম), এলাকার বাসিন্দা মনির হোসেনসহ বিশিষ্টজন। বেলা ১২টায় শহরের ঝিলটুলী এলাকায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে মুজিব সড়কে একটি প্রতিবাদ মিছিল বের করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ করে। সোমবার রাতে শহরের গোয়ালচামট নতুন বাজার এলাকায় যৌতুকের দাবিতে স্বামী আসাদুল সোহান (২৮) এর বাড়ির লোকেরা নববধূকে হত্যা করা হয় বলে অভিযোগ তুলে নিহতের পরিবার। কলেজের স্বীকৃতি বাতিলের নোটিস নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২ মার্চ ॥ দৌলতপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের পাঠদানের অনুমতি ও এ্যাকাডেমিক স্বীকৃতি কেন বাতিল করা হবে না তার চূড়ান্ত নোটিস প্রদান করা হয়েছে। ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী পাস না করার কারণ দর্শায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর থেকে এ নোটিস প্রেরণ করা হয়। বৃহস্পতিবার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত নোটিসে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনার প্রতিষ্ঠান হতে কোন শিক্ষার্থী পাস না করায় কেন আপনার প্রতিষ্ঠানের পাঠদান ও এ্যাকাডেমিক স্বীকৃতি বাতিল করা হবে না মর্মে ১৭ জানুয়ারি এক পত্রে কারণ দর্শানো হয়। এ প্রেক্ষিতে আপনার প্রেরিত ২৫ জানুয়ারি জবাব সন্তোষজনক নয়। এমতাবস্থায় ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ওই প্রতিষ্ঠান হতে কোন পরীক্ষার্থী পাস না করায় কেন আপনার কলেজের পাঠদান অনুমতি ও এ্যাকাডেমিক স্বীকৃতি বাতিল করা হবে না তার চূড়ান্ত জবাব ৭ কার্যদিবসের মধ্যে কলেজ পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বরাবর দাখিল করার জন্য বলা হলো। শিবির নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২ মার্চ ॥ সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় নাশকতার মামলার আসামি শিবির নেতা মোঃ সুজন মিয়াকে বৃহ¯পতিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। সুজন ধাপেরহাট শিবিরের রাজনৈতিক (থানা) জোনের সেক্রেটারি ও গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় নাশকতাসহ ৯টি মামলা রয়েছে। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকে সুজন পলাতক ছিল। বগুড়ার উন্নয়নে চার দফা দাবিতে সমাবেশ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার সার্বিক উন্নয়নে চার দফা পূরণের দাবি জানিয়ে সচেতন বগুড়াবাসী বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছেÑ বগুড়ায় নির্মিত বিমানবন্দরকে সাধারণের বিমান ভ্রমণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারী বিমানের উড্ডীন ও অবতরণের জন্য উন্মুক্ত করে দেয়া। বগুড়ায় যে কেন্দ্রীয় শহীদ মিনার গুঁড়িয়ে দিয়ে বিএনপির তারেক রহমান যে অদ্ভুত এক শহীদ মিনার নির্মাণ করেছেন তা না রেখে পূর্বের শহীদ মিনার পুনর্নির্মাণ। বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন সংযোগ। সচেতন বগুড়াবাসী জানায়, বগুড়া বিমানবন্দর সাধারণের বিমান ভ্রমণের জন্যই নির্মিত হয়। বিএনপি শাসনামলে তা বাতিল করা হয়। বঙ্গবন্ধু সেতুতে রেললাইন স্থাপনের সময়ই বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ চালুর সিদ্ধান্ত হয়। পরে তা অযৌক্তিক কারণ দেখিয়ে বাতিল করা হয়। বগুড়ার বরেণ্য শিল্পী আমিনুল করিম দুলালের নক্সায় গড়া কেন্দ্রীয় শহীদ মিনার বিএনপি ক্ষমতায় এসেই তারেক রহমান তা ভেঙ্গে দেয়। বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সরকারের কাছে এসব যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানিয়ে মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেনÑ তৌফিক হাসান ময়না, আবু সাঈদ সিদ্দিকী, নিভা রানী, জিয়াউল হক বাবলা, আরিফ রেহমান প্রমুখ। ৯ বছর পর পদ শূন্য নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২ মার্চ ॥ ৯ বছর পর মৃত নিকাহ রেজিস্ট্রার কাজী সুলতান আহম্মেদের লাইন্সেস বাতিলের ঘটনায় পুত্রের সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের নিকাহ রেজিস্ট্রার সমিতির কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় ৯ বছর পূর্বে (২৫ জানুয়ারি ২০০৮) জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী সুলতান আহম্মদ মারা যান। বিষয়টি সংশ্লিষ্ট দফতরসহ জেলা প্রশাসনকে অবহিত করা হয়। যার পরিপ্রেক্ষিতে মৃত কাজী সুলতান আহম্মেদের নিকাহ রেজিস্ট্রার পদ শূন্য ঘোষণা করে ওই পদে তার পুত্র মাহমুদুল হাসানকে নিয়োগ দেয়া হয়। ৯ বছর পর গত ২০ ফেব্রুয়ারি পুত্রকে নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের বিষয়টি সুকৌশলে এড়িয়ে গিয়ে মৃত কাজী সুলতান আহম্মেদের নিকাহ রেজিস্ট্রারের পদটি বাতিল করা হয়। ফলে দুর্গাপুর ইউনিয়নের বর্তমান কাজী মাহমুদুল হাসান দায়িত্বে থাকাবস্থায় তার বিষয়ে কোন নির্দেশনা না দিয়েই ভেলাবাড়ী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) এজাজুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। লক্ষ্মীপুরে অধ্যক্ষের অপসারণ দাবি নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২ মার্চ ॥ কমলনগরের ফরাশগঞ্জ ফয়েজ আম আলিম মাদ্রাসার কমিটি গঠনের জের ও অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও অপসারণের প্রতিবাদে দু’দফা বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা। বিক্ষোভের পর অধ্যক্ষের নির্দেশে দু’দিনের জন্য মাদ্রাসা ছুটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার উপজেলা চর লরেন্স বাজারে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। মিছিল ও সমবেশ থেকে অধ্যক্ষের অপসারণ ও নবগঠিত কমিটি বাতিলের দাবি জানানো হয়। এর আগে মঙ্গলবারও একই ঘটনায় বিক্ষোভ মিছিল বের হয়। এলাকাবাসী জানায়, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী আকবর প্রতিষ্ঠানের জমি বিক্রি ও বিভিন্ন খাতের টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ সিরাজুল ইসলাম প্রতিবাদ ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। এর জের ধরে সাবেক সভাপতির নাম বাদ রেখে মাদ্রাসা অধ্যক্ষ কৌশলে বহিরাগত ওলামালীগ নেতা মাওলানা ইস্রাফিলের নাম দিয়ে বর্তমান এমপি আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে সুপারিশ নিয়ে তা বোর্ডে প্রেরণ করেন। সুপারিশকৃত ব্যক্তিকে বোর্ড অনুমতি দেয়। সভাপতির পদ থেকে সাবেক এমপির নাম বাদ পড়ায় ও অধ্যক্ষের অনিয়মের অভিযোগ এনে দু’দফায় প্রতিবাদ বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করে। পল্লীবিদ্যুতে হস্তান্তরের প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২ মার্চ ॥ অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের জন্মভূমি সদরের যশোদল-বৌলাই এলাকায় পিডিবি লাইনকে পল্লী বিদ্যুতে হস্তান্তর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ হাজার হাজার এলাকাবাসী প্রায় চার কিলোমিটার পথ হেঁটে মিছিলসহকারে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বরাবরে দাবিসংবলিত একটি স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপি প্রদানকালে এলাকাবাসীর পক্ষে এ্যাডভোকেট এনামুল হক, শহিদুল ইসলাম কিবরিয়া, ফজলুর রহমান মনির, আব্দুর রহমান, ডাঃ জালাল মিয়া ও ডাঃ দুলাল মিঞা উপস্থিত ছিলেন। জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলাধীর যশোদল ও বৌলাই ইউনিয়নে পিডিবি বিদ্যুততের আওতায় ২০০-২৫০টি গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে শত শত হেক্টর ফসলি জমি চাষাবাদ করা হয়। তাছাড়া এখানে ছোট-বড় প্রায় ২৫০টি পোল্ট্রিফার্ম গড়ে ওঠাসহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ৩০টি স’মিল ও ২০টি রাইস মিল, ধর্মীয়সহ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোতে যশোদল ইউনিয়নের ১৩২ কেভি পিডিবি বিদ্যুতের সাব-স্টেশন থেকে বিদ্যুত সরবরাহ হয়ে থাকে। কিন্তু গত ২৩ জানুয়ারি বিদ্যুত বিভাগের একটি স্মারকে পিডিবি বিদ্যুতকে পল্লী বিদ্যুতে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়টি বৌলাই-যশোদলের জনগণ কোনভাবেই মেনে নিতে পারছেন না। রাগীবের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পলাতক অবস্থায় সিলেটের স্থানীয় দৈনিক ‘সিলেটের ডাক’ সম্পাদনা ও প্রকাশনা করে প্রতারণা করেছেন, এমন অভিযোগে শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ মামলার তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদালত ৬ মার্চ তারিখ নির্ধারণ করে। গত ১৫ ফেব্রুয়ারি এ মামলার অভিযোগ গঠন করে আদালত। সিলেটে দেবোত্তোর সম্পত্তি তারাপুর চা বাগান দখলের অভিযোগে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর গত বছরের ১০ আগস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাই ভারতে পালিয়ে যান। ওই সময় রাগীব আলী সিলেটের ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদকম-লীর সভাপতি এবং তার ছেলে আবদুল হাই সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে আবদুল হাইকে সম্পাদকের পদ থেকে সরানো হলেও রাগীব আলী এখন স্বপদে আছেন। মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২ মার্চ ॥ সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট এলাকায় ব্যবসায়ী ইয়াকুব ভূইয়া গংয়ের নামে মিথ্যা মামলা করা হয়েছে দাবি করে তা প্রত্যাহার, সাধারণ জনগণকে হয়রানি ও অভিযুক্ত গাজী সোহেল মাহমুদের দৃষ্টান্তমূলক শান্তি দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে। মানববন্ধনে অংশ নেন- সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ মোল্লা, সোনারগাঁ থানার ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদ, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য আল-আমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাউদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান আসাদ প্রমুখ। মেরিন হত্যার প্রতিবাদ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলার রাঢ়িখাল এলাকায় মেরিন খানকে (২৬) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রীনগর -দোহার সড়কে এই বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এ সময় মেরিনের পরিবার ও এলাকাবাসী মেরিনের হত্যার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয়। এলাকাবাসী জানায়, হত্যাকা-ের সাথে জড়িত যারা তারা এখনও ধরা পড়েনি। মামলার অগ্রগতি নিয়ে সন্দেহ প্রকাশ করেন মেরিনের পরিবার। তারা শ্রীনগর-দোহার সড়কে ঘণ্টাব্যাপী অবস্থান করে। উল্লেখ্য, ধারালো অস্ত্র দিয়ে মেরিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গত ৫ ফেব্রুয়ারি রাতে যুবকের মরদেহ উপজেলার উত্তর রাঢ়িখাল থেকে উদ্ধার করে। এর আগে ওই এলাকার কচিদের বাগানবাড়িতে গোঙানির শব্দ শুনে পার্শ্ববর্তী এক নারীর চিৎকারে লোকজন এগিয়ে এলেও মেরিন খানকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় চার জনকে আটক করে পুলিশ। ছাত্রলীগ নেতা আটক নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২ মার্চ ॥ বিএনপি নেতা মির্জা আব্বাসের ছবি ব্যবহার করে ফেসবুকে ফেক এ্যাকাউন্ট খুলে প্রতারণা করে ৩ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ছাত্রলীগের সাবেক নেতা। সদর থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ আরেফিনকে পুলিশ বুধবার গ্রেফতার করে। বুধবার গ্রেফতার হলেও বৃহস্পতিবার পুলিশ এই গ্রেফতারের কথা স্বীকার করে।
×