ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয় দিয়েই ফিরলেন জোকোভিচ

প্রকাশিত: ০৫:৩৫, ২ মার্চ ২০১৭

জয় দিয়েই ফিরলেন জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন নোভাক জোকোভিচ। এরপর থেকেই টেনিস কোর্টের বাইরে ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে কোর্টে নামেন সার্বিয়ান তারকা। দারুণ জয় দিয়েই ডব্লিউটিএ এসাপুলকো টুর্নামেন্ট শুরু করেছেন জোকোভিচ। প্রথম পর্বের ম্যাচে এদিন তিনি ৬-৩ এবং ৭-৬ (৭/৪) সেটে পরাজিত করেন সেøাভাকিয়ার মার্টিন ক্লিজানকে। নোভাক জোকোভিচ ছাড়াও প্রথম পর্বে জয়ের দেখা পেয়েছেন ডোনাল্ড ইয়ং, নিক কির্গিওস, ডোমিনিক থিয়েম, মারিন চিলিস এবং রাফায়েল নাদাল। প্রায় দেড় মাস পর কোর্টে নেমেই দারুণ জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় সেট জিততে ঘাম ঝরেছে তার। তবে সরাসরি সেটে জেতাটাকে অপ্রত্যাশিত বলেই মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে নোভাক জোকোভিচ বলেন, ‘এমন জয়ে আমি খুবই আনন্দিত। তবে এতোটা সহজ জয় অবশ্য আশা করিনি। কারণ এখানকার কোর্ট খুবই কঠিন এবং প্রথম পর্বের ম্যাচে আমি এমন একজন প্রতিপক্ষকে পেয়েছি যে কিনা বড় মঞ্চে সবসময়ই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেয়। তবে সর্বোপরি সরাসরি সেটে জেতাটা অবশ্যই ভাল পারফর্মেন্স তাতে কোন সন্দেহ নেই। যদিওবা দ্বিতীয় সেটে রীতিমতো লড়াই করেই জিততে হয়েছে আমাকে। তবে আমি বলব আমার জন্য এমন একটা পরীক্ষার প্রয়োজন ছিল।’ সাবেক ইংলিশ ক্রিকেটারের মৃত্যু স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক ইংলিশ ক্রিকেটার জন হ্যাম্পশায়ার মারা গেছেন। বুধবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর ১৯ দিন। ১৯৭০ থেকে ১৯৭৫ পর্যন্ত ইংল্যান্ডের ৮ টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে ১ সেঞ্চুরিতে ৪০৩ রান ও ওয়ানডেতে ৪৮ রান করেন। তবে ইয়র্কশায়ারে জন্ম নেয়া ক্রিকেটারের প্রথমশ্রেণীর ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ইয়র্কশায়ার, লিচেস্টারশায়ার, ডার্বিশায়ার ও তাসমানিয়ার হয়ে ৫৭৭ ম্যাচে ২৮ হাজারের ওপরে রান, সেঞ্চুরি ৪৩ ও হাফ সেঞ্চুরি ১৫৬টি। দীর্ঘদিনের ক্লাব ইয়র্কশায়ারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। বেশ কিছুদিন রোগে ভোগার পর মারা যান তিনি। সাবেক এই ক্রিকেটার ও আম্পায়ারের মৃত্যুতে ইংলিশ বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে শোক জানান হয়েছে। বিটিআই গলফে শীর্ষে উদয়ন স্পোর্টস রিপোর্টার ॥ কুর্মিটোলা গলফ কোর্সে চলমান প্রফেশনাল গলফ ট্যু’র অব ইন্ডিয়া ট্যুরের টুর্নামেন্ট বিটিআই ওপেনের তৃতীয় রাউন্ড শেষেও লিডারবোর্ডের শীর্ষে রয়েছেন ভারতের উদয়ন মনি। তিনি পারের চেয়ে ৩ শট কম খেলেন। তিন রাউন্ড মিলে পারের চেয়ে মোট ১০ শট কম খেলেছেন তিনি। ৮ শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন ফিরোজ সিং। ৭ শট কম খেলে তৃতীয় স্থানে কলিন জোশি। দশম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মিথুন পেরেরা ও বাংলাদেশের নাজিম। এছাড়া বাংলাদেশের গলফার সাখাওয়াত হোসেন সোহেল ১৯তম থেকে ১৩তম স্থানে উঠে এসেছেন। বাদল হোসেন রয়েছেন ১৭তম স্থানে। দুলাল হোসেন ও জামাল হোসেন মোল্লার অবস্থা আরও খারাপ হয়েছে। জামাল রয়েছেন ৩০তম আর দুলাল ৩৫তম স্থানে।
×