ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রায়পুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন জামায়াত নেতা

প্রকাশিত: ০১:৩১, ১ মার্চ ২০১৭

রায়পুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন জামায়াত নেতা

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে সৌদি প্রবাসী স্ত্রী হাছনা আক্তার ফেন্সি নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল নিয়ে জামাত নেতা ইউসুফ আলীর পাটওয়ারী হাত ধরে পালিয়েছে। ইউসুফ আলী বামনী ইউপির বামনী গ্রামের আব্দুল লতিফের ছেলে ও ইউপি জামায়াতের সাবকে সেক্রেটারি। এ ঘটনায় প্রবাসীর কষ্টার্জিত টাকা উদ্ধার ও নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে বুধবার থানায় সাধারণ ডায়েরী করেছেন প্রবাসী নিজাম উদ্দিন বেগের ছেলে পিয়াস বেগ। সাংবাদিকদের পিয়াস বলেন, উপজেলার বামনী গ্রামের ইউসুফ আলী আমার বাবা প্রবাসে থাকার সুযোগে মা হাছনা আক্তারের সঙ্গে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রতারণার জাল বুনে। সম্প্রতি তিনি বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল নিয়ে রাতের অন্ধকারে ইউসুফ আলী সঙ্গে পালিয়ে যায়। ঘটনায় রায়পুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ইউসুফ এবং তার লোকজন প্রবাসীর পরিবারকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলে অভিযোগে বলা হয়। রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাজাহান বলেন, প্রবাসীর ছেলের করা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। সরেজমিন গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা জমায়াতের আমির মাওলানা নাজমুল হুদা বলেন, ইউসুফ আলী বিরুদ্ধে নৈতিকতা বিরোধী কাজে লিপ্ত থাকায় তাকে ইতোমধ্যে দল বহিষ্কার করা হয়েছে। তিনি জামায়াতের কেউ নন।
×