ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ কাউন্সিলের আরেকটি টিচিং সেন্টার চালু

প্রকাশিত: ০৮:১৩, ১ মার্চ ২০১৭

ব্রিটিশ কাউন্সিলের আরেকটি টিচিং সেন্টার চালু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় আরও একটি নতুন টিচিং সেন্টার চালু করল ব্রিটিশ কাউন্সিল। গুলশানে এ টিচিং সেন্টারটি ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের (আইটিএইচএস) সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে। গুলশান ২-এর ১১১ নম্বর রোডের অবস্থিত ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলে আগামী ৭ এপ্রিল থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ইংরেজী কোর্সগুলো পরিচালনা শুরু করবে ব্রিটিশ কাউন্সিল। এ নিয়ে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের টিচিং সেন্টারের সংখ্যা দাঁড়াল তিনটিতে। মঙ্গলবার নতুন সেন্টারের উদ্বোধনের পর ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, নতুন সেন্টারে লেভেল টেস্টিং ও নিবন্ধন শুরু হবে আজ বুধবার থেকে। শিক্ষার্থীরা প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার বেলা ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
×