ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট লীগে চাপে ওয়ালটন মধ্যাঞ্চল ॥ সুবিধাজনক স্থানে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল

সেঞ্চুরি হাঁকিয়ে ইমরুলের পাস মার্ক

প্রকাশিত: ০৫:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

সেঞ্চুরি হাঁকিয়ে ইমরুলের পাস মার্ক

স্পোর্টস রিপোর্টার ॥ তাহলে কি সতের নম্বর সদস্য হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন ওপেনার ইমরুল কায়েস? বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে যে শতক করে দেখালেন এ ব্যাটসম্যান। ১৩৬ রান করলেন। তার এ শতকে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলও প্রথমদিনে ২৯৬ রান করে ফেলেছে। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল দিন শেষ হওয়ার আগে ৪ রান করা ২৯২ রানে এগিয়েও আছে দক্ষিণাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চল অবশ্য পঞ্চম রাউন্ডে বিপাকে পড়েছে। বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম দিনে সানজামুল ইসলামের (৫/৪৫) স্পিন ঘূর্ণিতে ১৮১ রানেই অলআউট হয়ে গেছে মধ্যাঞ্চল। দিন শেষ হওয়ার আগে উত্তরাঞ্চল ৩ উইকেটে ৬৩ রান করাতে ১১৮ রানে এগিয়ে আছে মধ্যাঞ্চল। ইমরুলকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণার পর বলেছিলেন, ‘ইমরুল অভিজ্ঞ একজন খেলোয়াড়। দুর্ভাগ্যবশত হায়দরাবাদ টেস্টে ইনজুরির (উরুর পেশিতে চোট) কারণে খেলতে পারেনি। এ অবস্থায় ফিটনেসের জন্য ওকে আমরা দু’টি রাউন্ডে (বিসিএলে) দেখব। ১ মার্চ ওর দ্বিতীয় রাউন্ড শেষ হবে। দুইদিন বিশ্রামে থাকবে ও। তারপর ৪ মার্চ আবার ফিটনেস টেস্ট। ও ফিটনেস টেস্টে পাস করলে দ্বিতীয় টেস্টের জন্য দলে তাকে আমরা যুক্ত করব।’ ইমরুল শতক করায় এখন স্বাভাবিকভাবেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। একজন ব্যাটসম্যান যখন শতক করেন, তখন তার মুভমেন্ট অনেক থাকে। ইমরুল ২১০ বল খেলেছেন। ৩৫ ওভার ব্যাটিং করেছেন। ২৯৪ মিনিট উইকেটে থেকেছেন। প্রায় পাঁচঘণ্টা উইকেটে কাটিয়েছেন। ১৮টি চার হাঁকিয়েছেন। সঙ্গে ২টি ছক্কা মেরেছেন। বাউন্ডারি থেকে ইমরুলের রান এসেছে ৮৪। বাকি ৫২ রান তাকে করতে হয়েছে ব্যাটিং প্রান্ত বদল করে। তার মানে তার যে উরুর পেশিতে চোট ছিল, বোঝাই যাচ্ছে তা উতরে গেছেন। না হলে ভালভাবেই রান নেয়ার সময় হলেও সমস্যা হত। প্রধান নির্বাচক দল ঘোষণার আগে বলেছিলেন, ‘ইমরুলকে নিয়ে ফিজিও-ডাক্তারের যে রিপোর্ট আমরা পেয়েছি, তাতে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না সিরিজ (শ্রীলঙ্কার বিপক্ষে) শুরুর আগে ইমরুল পুরোপুরি সেরে উঠবে কি না। সবকিছু ভেবেচিন্তে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আমাদের। ওর ম্যাচ আছে। ম্যাচে সে কেমন করে সেটা আমাদের দেখতে হবে। অবশ্য শুধু ব্যাটিং করলেই তো হবে না। ফিল্ডিংয়েও ভাল করা জরুরী। তাছাড়া শুধু সিøপে ফিল্ডিং করলেও হবে না, রানিং এবং বল থ্রোও করতে হবে।’ যে ব্যাটসম্যান দৌড়ে নিজের ব্যক্তিগত ৫২টি রান নিতে পারেন, তার ফিল্ডিংয়েও নিশ্চয়ই সমস্যা হওয়ার কথা না। সঙ্গে দলের ২৭৫ রানের সময় আউট হওয়ার আগে প্রত্যেক ব্যাটসম্যানের সঙ্গে প্রায় দেড় শ’ রান করার সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইমরুল। উইকেট বদল করেছেন বাকি ব্যাটসম্যানদের ৬৫ রান নেয়াতে। তার কি আর ফিল্ডিংয়ে বিশেষ সমস্যা হওয়ার কথা। ব্যাটিং দিয়েই বুঝিয়ে দিয়েছেন ইমরুল শ্রীলঙ্কা সফরের দলে যুক্ত হয়ে পড়েছেন। এখন বাকিটা নির্বাচকদের ওপর নির্ভর করে। তবে শতক করেই আসলে পাস মার্ক পেয়ে গেছেন ইমরুল। স্কোর ॥ মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ-সিলেট মধ্যাঞ্চল প্রথম ইনিংস ১৮১/১০; ৬৩.৫ ওভার (সাইফ ৬৩, তাইবুর ৪০*, মেহরাব জুনিয়র ২৬; সানজামুল ৫/৪৫, ফরহাদ রেজা ৩/৪১)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস ৬৩/৩; ২১ ওভার (জহুরুল ৩৫, জুনায়েদ ১৭*, নাঈম ৪*)। দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ-চট্টগ্রাম দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ২৯৬/১০; ৮০ ওভার (ইমরুল ১৩৬, বিজয় ৫৮, নাজমুল ২৩*; সাকলায়েন ৩/১৭, সাইফুদ্দিন ৩/৭০)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস ৪/০; ৮ ওভার (ইমতিয়াজ ৪*)। ক্স প্রথমদিন শেষে
×