ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে হটাতে এককাট্টা ডাইনিরা

প্রকাশিত: ০৫:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

ট্রাম্পকে হটাতে এককাট্টা ডাইনিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ বিরোধীরা যখন তাকে হোয়াইট হাউজের বাইরে দেখার জন্য আরও চার বছর অপেক্ষা করার প্রস্তুতি নিচ্ছেন, তখন যুক্তরাষ্ট্রের ডাকিনীরা বেশ আশাবাদী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত থেকে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য ডাকিনীবিদ্যার অনুসারীরা জাদুমন্ত্র পড়া শুরু করেছে। এ সংক্রান্ত একটি ফেসবুক গ্রুপে প্রায় সাড়ে ১০ হাজার মানুষ যোগ দিয়েছে। অনলাইনে প্রচারণা চালাচ্ছে। খ্রিস্টান রক্ষণশীলরা এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন এবং ‘ডাইনিরা আধ্যাত্মিক যুদ্ধ ঘোষণা করেছে’ বলে অভিযোগ করছে। নিজেকে ‘জাদুর বুদ্ধিজীবী’ হিসেবে দাবি করেন এমন একজন লেখক, মাইকেল হিউস অনলাইনে এ সংক্রান্ত একটি মন্ত্র পোস্ট করেছেন এবং বলেছেন যে বিভিন্ন ডাকিনীবিদ্যার ফোরামে তিনি এ ধরনের অনেক মন্ত্র দেখেছেন। ওই মন্ত্র পড়ার জন্য একটি কমলা রঙ্গের মোমবাতি, ট্রাম্পের একটি ছবি এবং ডাকিনীবিদ্যায় ব্যবহার হয় এমন একটি ট্যারট কার্ড ব্যবহারের কথা বলেছেন তিনি। জাদুবিদ্যার অনুসারীদের বলা হয়েছে ওই মোমবাতির ওপর একটি পিনের সাহায্যে ট্রাম্পের নাম লিখতে, একটি মন্ত্র পড়তে এবং এরপর ট্রাম্পের ছবিটি পুড়িয়ে ফেলতে। ট্রাম্প ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত প্রতি ম্রিয়মান অর্ধচন্দ্রের রাতে জাদুমন্ত্র চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ডাকিনীরা। আগামী ২৬ মার্চ আবার এই মন্ত্র পড়া হবে বলে তারা জানিয়েছে। Ñবিবিসি অবলম্বনে।
×