ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকে স্ট্যাটাস ॥ মারামারির জেরে চবি ছাত্রলীগের ৫ কর্মী বহিষ্কার

প্রকাশিত: ০৫:২২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

ফেসবুকে স্ট্যাটাস ॥ মারামারির জেরে চবি ছাত্রলীগের ৫ কর্মী বহিষ্কার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মারামারি এবং ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন রবিবার দুপুরে এ ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করে। বহিষ্কৃত ৫ জনই চবি ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট। জানা যায়, বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রূপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী নাসির উদ্দিন মিশু, ইংরেজী বিভাগের শিক্ষার্থী ইরফাতুল আলম টিটু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী গিয়াস সরকার এবং আইন অনুষদের শিক্ষার্থী মোঃ খবির ওরফে সাদাত খান। বিশ্ববিদ্যালয় বোর্ড অব প্রেসিডেন্ট হেলথ এ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি এক ফেসবুক স্ট্যাটাসে বিরূপ মন্তব্য করেন সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দিন অনুসারী ছাত্রলীগ নেতা ইরফাতুল আলম টিটু। পরদিন ১৭ ফেব্রুয়ারি তাদের সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী কয়েকজনের সংঘর্ষ হয়।
×